ঔরঙ্গাবাদ, 8 অগস্ট: আকাশছোঁয়া দাম টমেটোর ৷ তেমনি তার চাহিদা ৷ এই অবস্থায় সোনা-দানা নয়, চোর-ডাকাতদের সফট টার্গেট এখন টমেটো ৷ টমেটোর সুরক্ষায় কেউ বাউন্সার বসিয়েছেন, কেউ আবার পুলিশি নিরাপত্তার দাবি জানিয়েছেন ৷ মহারাষ্ট্রের এক কৃষকের খেত থেকে দিনকয়েক আগেই প্রচুর টমেটো চুরি গিয়েছে ৷ তাই বাধ্য হয়ে এ বার তিনি টমেটোর সুরক্ষায় ফার্মে সিসিটিভি ক্যামেরা বসালেন ৷
সারাদেশে টমেটো এখন বিক্রি হচ্ছে কেজি প্রতি 150 থেকে 200 টাকার মধ্যে । শরত রাওতে নামে মহারাষ্ট্রের ওই কৃষকের ফার্ম ঔরঙ্গাবাদ থেকে প্রায় 20 কিলোমিটার দূরে শাহপুর বানজারে ৷ তিনি বলেন, টমেটো চোরদের দৌরাত্ম্যে তিনি তাঁর ফার্মে ডিজিটাল নজরদারির ব্যবস্থা করেছেন । তিনি ফার্মে বসিয়েছেন সিসিটিভি ক্যামেরা ৷
কৃষকের কথায়, "কিছুদিন আগেই প্রচুর টমেটো চুরি হয়েছে ৷ আর টমেটো চুরি হলে আমি পেরে উঠব না ৷ বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা এই সবজির । 22-25 কেজি টমেটোর একটি ক্রেট এখন 3000 টাকায় বিক্রি হচ্ছে ।"