পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CCTV Camera in Tomato Farm: মহার্ঘ টমেটোর চুরি রুখতে ফার্মে সিসিটিভি বসালেন কৃষক - সিসিটিভি

CCTV Camera installed to keep an eye on tomatoes: টমেটোর দাম আকাশছোঁয়া ৷ এই অবস্থায় টমেটোর চুরি রুখতে নিজের ফার্মে সিসিটিভি বসালেন এক কৃষক ৷

Tomato
টমেটো

By

Published : Aug 8, 2023, 6:00 PM IST

ঔরঙ্গাবাদ, 8 অগস্ট: আকাশছোঁয়া দাম টমেটোর ৷ তেমনি তার চাহিদা ৷ এই অবস্থায় সোনা-দানা নয়, চোর-ডাকাতদের সফট টার্গেট এখন টমেটো ৷ টমেটোর সুরক্ষায় কেউ বাউন্সার বসিয়েছেন, কেউ আবার পুলিশি নিরাপত্তার দাবি জানিয়েছেন ৷ মহারাষ্ট্রের এক কৃষকের খেত থেকে দিনকয়েক আগেই প্রচুর টমেটো চুরি গিয়েছে ৷ তাই বাধ্য হয়ে এ বার তিনি টমেটোর সুরক্ষায় ফার্মে সিসিটিভি ক্যামেরা বসালেন ৷

সারাদেশে টমেটো এখন বিক্রি হচ্ছে কেজি প্রতি 150 থেকে 200 টাকার মধ্যে । শরত রাওতে নামে মহারাষ্ট্রের ওই কৃষকের ফার্ম ঔরঙ্গাবাদ থেকে প্রায় 20 কিলোমিটার দূরে শাহপুর বানজারে ৷ তিনি বলেন, টমেটো চোরদের দৌরাত্ম্যে তিনি তাঁর ফার্মে ডিজিটাল নজরদারির ব্যবস্থা করেছেন । তিনি ফার্মে বসিয়েছেন সিসিটিভি ক্যামেরা ৷

কৃষকের কথায়, "কিছুদিন আগেই প্রচুর টমেটো চুরি হয়েছে ৷ আর টমেটো চুরি হলে আমি পেরে উঠব না ৷ বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা এই সবজির । 22-25 কেজি টমেটোর একটি ক্রেট এখন 3000 টাকায় বিক্রি হচ্ছে ।"

রাওতে আরও বলেন, তাঁর ফার্মটি 5 একর জুড়ে বিস্তৃত এবং তিনি 1.5 একর জমিতে টমেটো চাষ করেছেন, যার থেকে তিনি সহজেই 6-7 লাখ টাকা পেতে পারেন । কিন্তু টমেটোর যা দাম তাতে, সেগুলি চোরেদের হাত থেকে বাঁচানোই এখন বড় চ্যালেঞ্জ রাওতের কাছে ৷

আরও পড়ুন:51 কেজি মহার্ঘ টমেটো নিবেদন, তাজ্জব মন্দিরের অন্যান্য ভক্তরা

তাঁর কথায়, "প্রায় 10 দিন আগে, গঙ্গাপুর তালুকে আমার ফার্ম থেকে 20-25 কেজি টমেটো চুরি হয় । যে ফসল এখনও পাকেনি, সেই বাকি ফসল রক্ষা করার জন্য আমি 22,000 টাকা মূল্যের একটি সিসিটিভি ক্যামেরা বসিয়েছি ৷"

ক্যামেরাটি সৌরশক্তিতে চলে তাই তার বিদ্যুতের খরচ নিয়ে চিন্তা নেই বলে জানালেন ওই কৃষক । তাঁর কথায়, "আমি আমার ফোনে যে কোনও জায়গায় ভিজ্যুয়ালগুলিও পরীক্ষা করতে পারি ৷ ফলে এখন আমি অনেকটা নিশ্চিন্ত ৷"

ABOUT THE AUTHOR

...view details