পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Heroin Recovered in Amritsar: আটারি সীমান্তে 7 কোটির হেরোইন পেলেন কৃৃষক ! - Attari border

আটারি সীমান্ত এলাকায় চাষের জমি থেকে প্রায় 7 কোটি টাকার 1 কেজি হেরোইন উদ্ধার হয়েছে (Farmer Finds 1 KG Heroin Worth Rs 7 Crore) ৷ চাষের জমিতে এক কৃষক ক্ষেতের মধ্যে প্যাকেট পড়ে থাকতে দেখেন ৷ পড়ে বিএসএফ কোটি কোটি মূল্যের ওই মাদক বাজেয়াপ্ত করে ৷

Farmer Finds 1 KG Heroin Worth Rs 7 Crore at Field in Amritsar
Farmer Finds 1 KG Heroin Worth Rs 7 Crore at Field in Amritsar

By

Published : Oct 30, 2022, 9:51 AM IST

Updated : Oct 30, 2022, 10:18 AM IST

অমৃতসর, 30 অক্টোবর: অমৃতসরে (Amritsar) আটারি সীমান্তে চাষের জমি থেকে উদ্ধার হল 1 কেজি হেরোইন ৷ যার আনুমানিক বাজারমূল্য প্রায় 7 কোটি টাকা (Farmer Finds 1 KG Heroin Worth Rs 7 Crore) ৷ জানা গিয়েছে, গত শুক্রবার ভোররাতে ওই জমির কৃষক সেখানে যান ৷ তখনই তিনি টেপ করা একটি প্যাকেট পড়ে থাকতে থাকেন ৷ তখনই স্থানীয় বিএসএফ (BSF) পোস্টে খবর দেন ওই কৃষক ৷ বিএসএফ এর জওয়ানরা সেখানে গিয়ে প্যাকেটটি উদ্ধার করেন ৷ পরে বিষয়টি প্রকাশ্যে আনা হয় ।

বিএসএফ এর তরফে যে তথ্য পাওয়া গিয়েছে, ওই প্যাকেটের ভিতরে হেরোইন উদ্ধার হয়েছে ৷ উদ্ধার হওয়া হেরোইনের পরিমাণ 1 কেজি ৷ যার আনুমানিক বাজারমূল্য প্রায় 7 কোটি টাকা ৷ বিএসএফ এর প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই মাদক ড্রোনের মাধ্যমে সীমান্তের ওপার থেকে পাকিস্তানি পাচারকারীরা ভারতীয় সীমান্তে (Attari border) ওই মাদক ফেলেছিল ৷ বর্তমানে উদ্ধার হওয়া মাদকের প্যাকেটটি বিএসএফ নিজেদের হেফাজতে নিয়েছে । সেটিকে ল্যাব টেস্টের জন্য পাঠানো হয়েছে ৷ এর আগেও এভাবে সীমান্তের ওদিক থেকে মাদক এদেশে এসে পৌঁছেছ । এবার আবারও সেই ঘটনা ঘটল ।

প্রসঙ্গত, অক্টোবর মাসের শুরুর দিকে একাধিক পাকিস্তানি ড্রোন সীমান্ত পার করে ভারতে মাদক পাচার করেছে বলে পঞ্জাব প্রশাসন সূত্রে খবর ৷ যার মধ্যে গত 18 অক্টোবর অমৃতসরের সীমান্তে ড্রোনে করে মাদক ভারতের পাচারের সময় বিএসএফ সেটিকে গুলি করে নামায় ৷ জানা গিয়েছে, অমৃতসরের ছান্না গ্রামে ঘটনাটি ঘটেছে ৷ পঞ্জাবে অক্টোবর মাসে সেটি মাদকপাচারের তৃতীয় ঘটনা বলে জানা গিয়েছে ৷ ওই ঘটনা নিয়ে বিএসএফ এর তরফে জানানো হয়েছিল, সীমান্তে সন্দেহজনক একটি ড্রোনকে চিহ্নিত করা হয় ৷ এর পরেই ওই এলাকায় বিএসএফ এর 183 নং ব্যাটেলিয়নের জওয়ানরা অভিযান চালিয়ে ড্রোনটি গুলিকে নামায় ৷

আরও পড়ুন:বাড়ি ভাড়া নিয়ে রমরমিয়ে ব্যবসা, উদ্ধার তিন কোটির মাদক, গ্রেফতার 6

সেই অভিযানে প্রায় আড়াই কেজি মাদক বাজেয়াপ্ত করা হয়েছে বলে বিএসএফ এর তরফে জানানো হয়েছিল ৷ একইভাবে গত 16 অক্টোবর একটি ড্রোনকে ভারতে মাদকপাচারের সময় গুলি করে নামায় বিএসএফ ৷ এমনকী 13 ও 14 অক্টোবরের মাঝরাতে পঞ্জাবের গুরুদাসপুর সেক্টরে আরও একটি পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামায় ভারতীয় সেনা ৷ সেখানেও বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে ৷

Last Updated : Oct 30, 2022, 10:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details