পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rakesh Tikait on Farmer Agitation : এমএসপি নিশ্চিত না হওয়া পর্যন্ত কৃষক আন্দোলন চলবে, জানালেন রাকেশ টিকায়েত

কোনও আলোচনা ছাড়াই লোকসভায় পাশ হয়ে গিয়েছে কৃষি আইন বাতিল বিল, 2021 (Farm Laws Repeal Bill, 2021 passed by Lok Sabha) ৷ তবুও এখনই আন্দোলন প্রত্যাহার করতে নারাজ কৃষকরা ৷ সোমবার একথা জানিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত (Rakesh Tikait on Farmer Agitation) ৷ তাঁর বক্তব্য, কৃষিজ পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য (Minimum Support Price on Crops) বা এমএসপি (MSP on Crops) স্থির করা-সহ অন্যান্য দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ৷

farmer agitation will continue until msp not confirm, says rakesh tikait
Rakesh Tikait on Farmer Agitation : এমএসপি নিশ্চিত না হওয়া পর্যন্ত কৃষক আন্দোলন চলবে, জানালেন রাকেশ টিকায়েত

By

Published : Nov 29, 2021, 2:25 PM IST

নয়াদিল্লি, 29 নভেম্বর :লোকসভায় কৃষি আইন বাতিল বিল, 2021 (Farm Laws Repeal Bill, 2021 passed by Lok Sabha) পাশ হয়ে গেলেও এখনই আন্দোলন প্রত্যাহার করতে রাজি নন কৃষকরা ৷ কৃষিজ পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য (Minimum Support Price on Crops) বা এমএসপি (MSP on Crops) স্থির করা-সহ অন্যান্য দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই ৷ সোমবার একথা স্পষ্ট করে দেন কৃষক নেতা রাকেশ টিকায়েত (Rakesh Tikait on Farmer Agitation) ৷

আরও পড়ুন :Lok Sabha passes Farm Laws Repeal Bill 2021: আলোচনা ছাড়াই লোকসভায় পাশ কৃষি আইন প্রত্যাহার বিল

এদিন এই প্রসঙ্গে রাকেশ টিকায়েত বলেন, ‘‘একটি আইন অস্বীকার করে কেন্দ্র আসলে কর্পোরেট সংস্থাগুলিকে কৃষকদের লুঠ করার রাস্তা খুলে দিতে চাইছে ৷ 4 ডিসেম্বরের পরই আমরা আন্দোলনের পরবর্তী রণকৌশল স্থির করব ৷’’ সংবাদমাধ্যমের প্রতিনিধিরা আন্দোলন প্রত্যাহার সম্পর্কে রাকেশকে প্রশ্ন করলে তিনি সরাসরি জবাব এড়িয়ে যান ৷

প্রসঙ্গত, রবিবারই রাকেশ টিকায়েত কেন্দ্রের কাছে এমন একটি আইন আনার দাবি তুলেছিলেন, যা কৃষিজ পণ্যে ন্যূনতম সহায়ক মূল্যের নিশ্চয়তা স্থির করবে ৷ এই প্রসঙ্গে রাকেশ বলেন, ‘‘কৃষকরা যাতে অবশ্যই তাঁদের উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য পান, তা নিশ্চিত করতে একটি আইন আনুক সরকার ৷ কৃষি এবং শ্রম ক্ষেত্রে এমন অনেক সমস্যা রয়েছে, যেগুলি নিয়ে ভাবনা, চিন্তা করা দরকার ৷ এই সমস্য়াগুলি তুলে ধরতে আমরা গোটা দেশ থেকে এখানে এসে জড়ো হব ৷’’

এমএসপি নিয়ে কৃষকদের অনড় মনোভাব দেখে পদক্ষেপ করার বার্তা দিয়েছে কেন্দ্রও ৷ শনিবারই কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর (Narendra Singh Tomar on MSP) জানান, ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়টি যাতে স্বচ্ছভাবে প্রয়োগ করা যায়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট একটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ কৃষিমন্ত্রীর বক্তব্য, কমিটি গড়েই কৃষকদের এমএসপি সংক্রান্ত দাবি পূরণের বিষয়ে পদক্ষেপ করেছে সরকার ৷ তাই কৃষকদের কাছে আন্দোলন প্রত্যাহারেরও আবেদন জানান তিনি ৷ কৃষকদের প্রতি তাঁর আর্জি, এবার আপনারা ‘‘বাড়ি ফিরে যান’’ ৷

আরও পড়ুন :Parliament Winter Session : কৃষি আইন প্রত্যাহার বিল নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ কংগ্রেস-তৃণমূলের

উল্লেখ্য, গত 19 নভেম্বর গুরুনানকের জন্মদিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময়েই বিতর্কিত তিন কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi on Farm Laws Repeal) ৷ কৃষকরা সরকারের সেই পদক্ষপকে স্বাগত জানালেও তখনই স্পষ্ট করে দেন যে শুধু আইন প্রত্যাহার করলেই চলবে না, একইসঙ্গে আন্দোলনের অন্যান্য দাবিদাওয়া পূরণ করতে হবে ৷

ABOUT THE AUTHOR

...view details