নয়াদিল্লি, 29 নভেম্বর : লোকসভার পর সোমবার রাজ্যসভাতেও ধ্বনি ভোটে পাশ হয়ে গেল কৃষি আইন প্রত্যাহার বিল 2021 (Rajya Sabha passes Farm Laws Repeal Bill 2021) ৷ ঠিকমতো আলোচনা ছাড়াই সংসদের দুই কক্ষে এদিন যেভাবে এই বিল পাশ হল তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা ৷
গত 19 নভেম্বর গুরুনানকের জন্মদিনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ শীতকালীন অধিবেশন শুরু হলেই সরকার এই আইন প্রত্যাহারের বিল আনবে সংসদে ৷ প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরেই সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয় কৃষি আইন প্রত্যাহার সংক্রান্ত প্রস্তাব ৷ এরপর সোমবারই ছিল সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিন ৷ এদিনই সংসদের দুই কক্ষে পাশ হয়ে গেল কৃষি আইন প্রত্যাহার বিল 2021 ৷ তবে কংগ্রেস-সহ বিরোধীদের দাবি এদিন বিল পাশ হওয়ার আগে সংসদের দুই কক্ষে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন ছিল, কিন্তু সরকার সেই আলোচনার জন্য বেশি সময় দেয়নি ৷