চণ্ডীগড়, 29 মে: গুলি করে খুন করা হল পঞ্জাবের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তথা কংগ্রেস নেতা সিধু মুসওয়ালাকে (Famous Punjabi singer and Congress Leader Sidhu Musewale killed in firing) ৷ রবিবার পঞ্জাবের মানসা জেলায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত পরিচয় বেশ কয়েকজন দুষ্কৃতী ৷ মাত্র একদিন আগেই তাঁর নিরাপত্তা প্রত্যাহার করে নেয় পঞ্জাবের আপ সরকার ৷ এই দুষ্কৃতী হামলায় আরও দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে ৷
মানসা হাসপাতালের চিকিৎসক রনহীত রাই জানিয়েছেন, সিধু মুসওয়ালাকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয় ৷ গুরুতর আহত আরও দু'জনকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে ৷ বিধানসভা নির্বাচনের আগে গত ডিসেম্বর মাসে কংগ্রেসে যোগ দিয়েছিলেন সেখানকার জনপ্রিয় গায়ক মুসওয়ালা ৷