কলকাতা, 11 জুলাই: বগটুইয়ের ঘটনায় যারা ঘর হারিয়েছেন, তাঁদের অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে । সোমবার হাইকোর্টে জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় । একই সঙ্গে এদিন সিবিআই জানিয়েছে, বগটুই গ্রাম পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখ খুন এবং আগুনে একাধিক ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় তদন্ত শেষ করে নিম্ন আদালতে চার্জশিট পেশ করা হয়েছে (Families who lost their home in Bagtui Massacre getting rehabilitation) ।
মামলাকারীদের তরফে আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, "চার্জশিট ফাইল হয়ে যাওয়ার পর চার্জশিটের কপি মামলার অন্য পক্ষকেও দেওয়া উচিত । কারণ তদন্ত হয়ে গেলে আর গোপনীয়তার কোনও ব্যাপার নেই । তদন্তে কী হল সেটা সবার জানা উচিত ।" পাশাপাশি জুভেনাইল বলে যে দু'জনকে নিম্ন আদালত ছেড়ে দিয়েছে সেই ব্যাপারে প্রধান বিচারপতি বিবেচনা করতে বলেছিলেন হাইকোর্টের নির্দিষ্ট বেঞ্চকে । সে বিষয়েও সিবিআই কী পদক্ষেপ নিয়েছে তা জানাতেআবেদন জানান তিনি ।