পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kumbh Covid-19 : ভুয়ো কোভিড রিপোর্ট, কুম্ভ মেলায় বিভ্রান্ত করেছিল 5টি ল্যাব, জানাল ইডি - ইডি

কুম্ভ মেলায় কোভিড টেস্টের রিপোর্ট নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল ৷ এ নিয়ে অভিযোগ দায়ের করে উত্তরাখণ্ড পুলিশ ৷ গতকাল তল্লাশি চালিয়ে ইডি-র হাতে এসেছে কুম্ভ মেলায় কোভিড টেস্টের ভুয়ো বিল, রিপোর্ট ৷

উত্তরাখণ্ডে কুম্ভ মেলা
উত্তরাখণ্ডে কুম্ভ মেলা

By

Published : Aug 7, 2021, 1:38 PM IST

নয়া দিল্লি, 7 অগস্ট : 5টি ভিন্ন শহরের 5টি ল্যাবরেটরিতে তল্লাশি (Raid) চালাল ইডি (Enforcement Directorate) ৷ সম্প্রতি উত্তরাখণ্ডের (Uttarakhand) কুম্ভমেলায় (Kumbh Mela) করোনা সংক্রমণের রিপোর্ট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ অভিযোগ উঠেছে 5টি ল্যাবরেটরিতে ভুয়ো কোভিড টেস্ট করা হয়েছিল ৷ সেই সময় হরিদ্বারে পজিটিভিটি রেট দেখাচ্ছিল 0.18%, অথচ আসল হার 5.3% ৷

শুক্রবার এই তল্লাশিতে সম্পত্তির সঙ্গে জড়িত বেআইনি কাগজপত্র, ভুয়ো বিল, ল্যাপটপ, মোবাইল আর নগদ 30.9 লক্ষ টাকা পেয়েছে ইডি ৷ সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ ইডির তরফে জানানো হয়েছে, সেই সময় যাঁদের নামে কোভিড পরীক্ষাগুলি করা হয়েছিল, তাঁরা হরিদ্বারের কুম্ভমেলায় তখন ছিলেনই না ৷

আরও পড়ুন : Dhanbad Judge Death : বিচারকদের নিরাপত্তার জন্য কিছুই করেনি সিবিআই, মন্তব্য সুপ্রিম কোর্টের

উত্তরাখণ্ড পুলিশের এফআইআর-এর (FIR) ভিত্তিতে আর্থিক প্রতারণার (Money-laundering) তদন্ত শুরু করে আইনি সংস্থা (Law Enforcement Agency) আর আর্থিক গোয়েন্দা সংস্থা (Economic Intelligence Agency) ৷

ইডি জানিয়েছে, অভিযুক্ত 5টি ল্যাবকে কুম্ভ মেলার সময় উত্তরাখণ্ড সরকার (Uttarakhand government) ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট (Rapid Antigen Test) আর আরটি-পিসিআর (RT-PCR) পরীক্ষা করার বরাত দেয় ৷ যদিও ল্যাবগুলি নিয়মানুযায়ী পরীক্ষাগুলি না করে ভুয়ো নাম নথিভুক্ত করে আর বেশি টাকা পেতে ভুয়ো বিল জমা দেয় ৷ এর মধ্যে উত্তরাখণ্ড সরকার ল্যাবগুলিকে 3.4 কোটি টাকার বিল মিটিয়ে দিয়েছে ৷ তবে এই বিষয়ে তদন্ত চলছে, আরও তদন্ত বাকি রয়েছে বলে জানিয়েছে ইডি ৷

ABOUT THE AUTHOR

...view details