বিজয়ওয়াড়া, 9 অগস্ট: ধূমপানের ধোঁয়ায় বেজে উঠল ফায়ার অ্যালার্ম ৷ ফের বিপত্তি বন্দে ভারত এক্সপ্রেসে ৷ ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে তিরুপতি-সেকেন্দ্রাবাদ বন্দে ভারত এক্সপ্রেসে ৷ রেলের এক আধিকারিক জানিয়েছেন, এক যাত্রী শৌচাগারে ধূমপান করছিলেন ৷ তিনি এই ট্রেনের যাত্রীই নন ৷ সেই ধোঁয়ায় হঠাৎ ফায়ার অ্যালার্মটি বেজে ওঠে ৷ ঘটনাটি ঘটেছে 20702 নম্বর ট্রেনের সি 13 কোচে ৷ সেটি গুডুর ছেড়ে বেরনোর পরপর এই ঘটনা ঘটে ৷
দক্ষিণ-মধ্য রেলওয়ে জোনের বিজয়ওয়াড়া ডিভিশন একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তিরুপতি থেকে এক যাত্রী বিনা টিকিটে এই ট্রেনটিতে উঠে পড়েন ৷ তিনি C-13 কোচের শৌচে নিজেকে বন্ধ করে রাখেন ৷ পরে ওই যাত্রী শৌচাগারে গিয়ে ধূমপান করছিলেন ৷ তার ফলে শৌচাগারের মধ্যে থাকা অগ্নি নির্বাপক যন্ত্রটি সক্রিয় হয়ে ওঠে ৷ অ্যালার্ম বেজে ওঠার ফলে ওই অগ্নিনির্বাপক যন্ত্রটি থেকে ধোঁয়া বেরিয়ে আসায় কোচে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ এরপর তারা কোচের মধ্যে থাকা ইমার্জেন্সি ফোনের মাধ্যমে ট্রেনের গার্ডকে বিষয়টি জানায় ৷ তখন বিকেল 5টা নাগাদ মানুবোলু স্টেশনে ট্রেনটি থামিয়ে দেওয়া হয় ৷