পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Fake News on Manipur: মণিপুর হিংসায় ইন্ধন ভুয়ো খবরের, দাবি নিরাপত্তা আধিকারিকদের - ভুয়ো খবর ছড়ায়

Fake news on Manipur Spreading more Violence: ভুয়ো খবরের কারণে মণিপুরে অশান্তি আরও বেড়েছে । এমনটাই দাবি করছেন নিরাপত্তা আধিকারিকরা । ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার পিছনেও উদ্দেশ্য এই ভুয়ো খবর আটকানো, দাবি নিরাপত্তা আধিকারিকদের ৷

Fake news on Manipur
ভুয়ো খবরে আরও জ্বলছে মণিপুর

By

Published : Jul 23, 2023, 8:05 PM IST

Updated : Jul 23, 2023, 8:20 PM IST

ইম্ফল, 23 জুলাই:মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতির পিছনে ইন্ধন রয়েছে ভুয়ো খবর বা ফেক নিউজের । এমনই দাবি নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের । এরজন্য পরোক্ষভাবে সংবাদমাধ্যমগুলিকে দায়ী করেই ওই আধিকারিকরা জানাচ্ছেন, মণিপুর হিংসা ঘিরে একাধিক ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে । যা পরিস্থিতিকে আরও জটিল করেছে । কী ধরনের হিংসা ছড়াচ্ছে মণিপুরে সেই নিয়েও মুখ খুলেছে নিরাপত্তা সংস্থাগুলি ।

মে মাসের 3 তারিখ অশান্ত হতে শুরু করে মণিপুর । এখনও পর্যন্ত মণিপুর হিংসায় 160 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে । মণিপুর নিয়ে এমন কিছু ভুয়ো খবর ছড়াচ্ছে, তাতে অশান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিভিন্ন নিরাপত্তা সংস্থার আধিকারিকরা । এই প্রসঙ্গে 4 মে-র ঘটনাকে সামনে আনা হচ্ছে । যে ভিডিও ঘিরে মণিপুর-সহ গোটা দেশে নিন্দার ঝড় । আধিকারিকরা জানাচ্ছেন, 4 মে মণিপুরের কাঙ্গপোকপি জেলায় দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটতে বাধ্য করা হয় । এই ঘটনাও ঘটে একটি ভুয়ো ভিডিয়োকে কেন্দ্র করে ৷ যেখানে দাবি করা হয়েছিল চূড়াচাঁদপুরে এক আদিবাসী মহিলাকে খুল করা হয়েছে ৷ কিন্তু সেই খবর ছিল মিথ্যে ৷

এরপরই, ভুয়ো খবর ছড়ায় মহিলাদের গণধর্ষণের পর হত্যা করা হয়েছে ৷ ইম্ফল জুড়ে এই খবর হিংসার পারদ আরও বাড়ায় ৷ অন্য এক খুনের ঘটনার সঙ্গে কাঙ্গপোকাপির ঘটনাকে জড়িয়ে ফেলা হয় বলে জানাচ্ছেন আধিকারিকরা । 4মে-র ঘটনা প্রভাব এতটাই মারাত্মক ছিল , সেদিনই 30 কিলোমিটার দূরে আরও দুই তরুণীকে ধর্ষণের পর খুন করা হয় । এরপরই মণিপুরে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ করা হয় । কারণ, হিংসার মণিপুরে ভুয়ো খবর আগুনের মতো কাজ করছিল বলেই দাবি ।

আরও পড়ুন: 'মণিপুর ইস্যুতে আলোচনায় বসুন', হাত জোর করে অনুরোধ অনুরাগের

মণিপুরে কেন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয় ? এই দাবি তুলে যখন সরব বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন, তখন নিরাপত্তা সংস্থাগুলির দাবি, মণিপুরের স্থানীয় সংবাদমাধ্যমগুলিও ভুয়ো খবরে নিয়ন্ত্রণ টানতে পারেনি । তাই বাধ্য হয়েই মণিপুর হাইকোর্টের নির্দেশে রাজ্যের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় ।

জানা গিয়েছে আরও একটি বিষয় । কয়েকদিন আগে খবর ছড়ায়, মণিপুরের আদিবাসী সম্প্রদায়ের মানুষ চান্দেল জেলার কোয়াথা গ্রামে সংখ্যাগরিষ্ঠদের উপর হামলা চালাবে । সংবাদ মাধ্যমের দেওয়া এই খবরের উপর বিশ্বাস করে মণিপুর পুলিশ প্রস্তুত থাকলেও পরে জানা যায় খবরটি ভুয়ো ।

আরও পড়ুন:'মণিপুরে যাচ্ছি', সফর ঘিরে সরকারি আর্জি খারিজ স্বাতীর

মণিপুর পুলিশ জানাচ্ছে, ভুয়ো খবরের কারণে মণিপুর পুলিশ ইন্সপেক্টর জেনারেলের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয় চলতি মাসেই । বলা হয়, ইম্ফল দখল করে নেবে আদিবাসী সম্প্রদায় । খবর ছড়াতেই উত্তেজিত জনতা পুলিশের উপর হামলা চালায় । মণিপুর পুলিশের তরফে ভুয়ো খবর ঠেকাতে একটি ফোন নম্বরও দেওয়া হয় । যেখানে খতিয়ে দেখা যাবে খবরের সত্যতা । তারপরেও মণিপুর জ্বলছে । ভুয়ো খবর জ্বলন্ত মণিপুরে ঘি ঢালার কাজ করছে বলেই দাবি আধিকারিকদের ।

Last Updated : Jul 23, 2023, 8:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details