পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Fake Bomb Threat: বন্ধুদের প্রেমের সুযোগ করে দিতে ভুয়ো বোমাতঙ্ক ছড়িয়ে ধৃত যুবক - বম্ব স্কোয়াড

বন্ধুরা যাতে তাঁদের প্রেমিকাদের সঙ্গে বেশি সময় কাটাতে পারে, সেই কারণে দিল্লি বিমানবন্দরে (Delhi IGI Airport) ভুয়ো বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে ৷ অভিনব প্রকাশ নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷

SpiceJet Flight
SpiceJet Flight

By

Published : Jan 14, 2023, 1:04 PM IST

নয়াদিল্লি, 14 জানুয়ারি: বন্ধুপ্রীতি দেখাতে গিয়ে শ্রীঘরে ঠাঁই হল বছর 24 এর যুবকের ৷ তাঁর বিরুদ্ধে বিমানে ভুয়ো বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠেছে ৷ দিল্লি পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম অভিনব প্রকাশ ৷ তিনি দিল্লির দ্বারকার বাসিন্দা ৷ তিনি গুরুগ্রামের ডিএলএফ কুতুব প্লাজায় ব্রিটিশ এয়ারওয়েজের শিক্ষানবীশ টিকেটিং এজেন্ট হিসেবে কাজ করছিলেন ৷

ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ, তাঁর বন্ধুরা যাতে তাঁদের প্রেমিকাদের সঙ্গে একটু বেশি সময় কাটাতে পারেন, সেই কারণে গত বৃহস্পতিবার তিনি ওই ভুয়ো বোমাতঙ্ক ছড়ান ৷ ফোন করে জানান যে নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে থাকা দিল্লি থেকে পুনেগামী স্পাইসজেটের বিমানে (Delhi-Pune SpiceJet Flight) বোমা রয়েছে ৷

ভুয়ো বোমাতঙ্ক: দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, পুনে যাওয়ার জন্য স্পাইসজেটের ফ্লাইটটি টেক অফ করার আগে প্রকাশ ফোন করে বোমা থাকার কথাটি বলেন ৷ সেই কারণে ফ্লাইট বাতিল হয়ে যায় ৷ ওই বিমানটি বৃহস্পতিবার রাত সাড়ে ন’টা নাগাদ টেক অফ কথা ছিল ৷ কিন্তু ফোন আসার পর 182 জন যাত্রী-সহ বিমানের কর্মী ও অন্যদের সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ তার পর বিমানটিতে তল্লাশি চালায় বম্ব স্কোয়াড (Bomb Squad) ৷ কিন্তু তল্লাশিতে বোমার হদিশ মেলেনি ৷

বোমা না পাওয়া যেতেই পুলিশের সন্দেহ হয় ৷ তখনই যে নম্বর থেকে ফোন এসেছিল, সেই নম্বরটির সন্ধান শুরু হয় ৷ কিছুক্ষণের মধ্যেই প্রকাশের সন্ধান মেলে ৷ তাঁর ঠিকানায় তল্লাশি চালানো হয় ৷ তাঁকে গ্রেফতার করা হয় ৷ তার পর প্রকাশকে জেরা করতেই বেরিয়ে আসল সত্য ৷

বন্ধুদের প্রেমে সাহায্য:পুলিশি জেরায় প্রকাশ জানান তাঁর দুই বন্ধু রাকেশ এবং কুণাল সেহরাওয়াতের কথা ৷ রাকেশ ও কুণাল সম্প্রতি মানালি গিয়েছিলে ৷ সেখানে তাঁরা স্থানীয় দুই মহিলার সঙ্গে বন্ধুত্ব করেছিলেন । বৃহস্পতিবার ওই দু’টি মেয়ে স্পাইসজেটের ফ্লাইটে পুনে যাচ্ছিলেন ৷

পুলিশকে প্রকাশ জানিয়েছে যে তাঁর বন্ধুরা ওই মেয়ে দু’টির সঙ্গে আরও কিছুটা সময় কাটাতে চেয়েছিলেন ৷ সেই কারণে বিমান বাতিল করানোর জন্য কিছু একটা ফন্দি আঁটার অনুরোধ করেন প্রকাশকে ৷ সেই মতো তিনি ভুয়ো বোমাতঙ্ক ছড়ানোর ছক কষেন ৷ তার পর বিমানবন্দরে ফোন করে ওই বিমানে বোমা রাখা আছে বলে জানান ৷

পুলিশ জানিয়েছে, প্রকাশ তাঁর মোবাইল থেকে স্পাইসজেটকে ফোন করে বার্তাটি দিয়েছিলেন । তার পর ওই দুই মহিলাকেও প্রকাশ ডেকে নেন ৷ তার পর তাঁরা বিষয়টি নিয়ে একসঙ্গে আনন্দও করেন ৷ কিন্তু শেষ পর্যন্ত পুলিশ প্রকাশকে গ্রেফতার করে নেয় ৷ তার পর থেকে তাঁর দুই বন্ধু পলাতক ৷ তাঁদের খুঁজছে পুলিশ ৷

আরও পড়ুন:দিল্লি থেকে পুনেগামী বিমানে বোমাতঙ্ক, চলছে তল্লাশি

ABOUT THE AUTHOR

...view details