পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Fake Bomb Threat: বন্ধুদের প্রেমের সুযোগ করে দিতে ভুয়ো বোমাতঙ্ক ছড়িয়ে ধৃত যুবক

বন্ধুরা যাতে তাঁদের প্রেমিকাদের সঙ্গে বেশি সময় কাটাতে পারে, সেই কারণে দিল্লি বিমানবন্দরে (Delhi IGI Airport) ভুয়ো বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে ৷ অভিনব প্রকাশ নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷

SpiceJet Flight
SpiceJet Flight

By

Published : Jan 14, 2023, 1:04 PM IST

নয়াদিল্লি, 14 জানুয়ারি: বন্ধুপ্রীতি দেখাতে গিয়ে শ্রীঘরে ঠাঁই হল বছর 24 এর যুবকের ৷ তাঁর বিরুদ্ধে বিমানে ভুয়ো বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠেছে ৷ দিল্লি পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম অভিনব প্রকাশ ৷ তিনি দিল্লির দ্বারকার বাসিন্দা ৷ তিনি গুরুগ্রামের ডিএলএফ কুতুব প্লাজায় ব্রিটিশ এয়ারওয়েজের শিক্ষানবীশ টিকেটিং এজেন্ট হিসেবে কাজ করছিলেন ৷

ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ, তাঁর বন্ধুরা যাতে তাঁদের প্রেমিকাদের সঙ্গে একটু বেশি সময় কাটাতে পারেন, সেই কারণে গত বৃহস্পতিবার তিনি ওই ভুয়ো বোমাতঙ্ক ছড়ান ৷ ফোন করে জানান যে নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে থাকা দিল্লি থেকে পুনেগামী স্পাইসজেটের বিমানে (Delhi-Pune SpiceJet Flight) বোমা রয়েছে ৷

ভুয়ো বোমাতঙ্ক: দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, পুনে যাওয়ার জন্য স্পাইসজেটের ফ্লাইটটি টেক অফ করার আগে প্রকাশ ফোন করে বোমা থাকার কথাটি বলেন ৷ সেই কারণে ফ্লাইট বাতিল হয়ে যায় ৷ ওই বিমানটি বৃহস্পতিবার রাত সাড়ে ন’টা নাগাদ টেক অফ কথা ছিল ৷ কিন্তু ফোন আসার পর 182 জন যাত্রী-সহ বিমানের কর্মী ও অন্যদের সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ তার পর বিমানটিতে তল্লাশি চালায় বম্ব স্কোয়াড (Bomb Squad) ৷ কিন্তু তল্লাশিতে বোমার হদিশ মেলেনি ৷

বোমা না পাওয়া যেতেই পুলিশের সন্দেহ হয় ৷ তখনই যে নম্বর থেকে ফোন এসেছিল, সেই নম্বরটির সন্ধান শুরু হয় ৷ কিছুক্ষণের মধ্যেই প্রকাশের সন্ধান মেলে ৷ তাঁর ঠিকানায় তল্লাশি চালানো হয় ৷ তাঁকে গ্রেফতার করা হয় ৷ তার পর প্রকাশকে জেরা করতেই বেরিয়ে আসল সত্য ৷

বন্ধুদের প্রেমে সাহায্য:পুলিশি জেরায় প্রকাশ জানান তাঁর দুই বন্ধু রাকেশ এবং কুণাল সেহরাওয়াতের কথা ৷ রাকেশ ও কুণাল সম্প্রতি মানালি গিয়েছিলে ৷ সেখানে তাঁরা স্থানীয় দুই মহিলার সঙ্গে বন্ধুত্ব করেছিলেন । বৃহস্পতিবার ওই দু’টি মেয়ে স্পাইসজেটের ফ্লাইটে পুনে যাচ্ছিলেন ৷

পুলিশকে প্রকাশ জানিয়েছে যে তাঁর বন্ধুরা ওই মেয়ে দু’টির সঙ্গে আরও কিছুটা সময় কাটাতে চেয়েছিলেন ৷ সেই কারণে বিমান বাতিল করানোর জন্য কিছু একটা ফন্দি আঁটার অনুরোধ করেন প্রকাশকে ৷ সেই মতো তিনি ভুয়ো বোমাতঙ্ক ছড়ানোর ছক কষেন ৷ তার পর বিমানবন্দরে ফোন করে ওই বিমানে বোমা রাখা আছে বলে জানান ৷

পুলিশ জানিয়েছে, প্রকাশ তাঁর মোবাইল থেকে স্পাইসজেটকে ফোন করে বার্তাটি দিয়েছিলেন । তার পর ওই দুই মহিলাকেও প্রকাশ ডেকে নেন ৷ তার পর তাঁরা বিষয়টি নিয়ে একসঙ্গে আনন্দও করেন ৷ কিন্তু শেষ পর্যন্ত পুলিশ প্রকাশকে গ্রেফতার করে নেয় ৷ তার পর থেকে তাঁর দুই বন্ধু পলাতক ৷ তাঁদের খুঁজছে পুলিশ ৷

আরও পড়ুন:দিল্লি থেকে পুনেগামী বিমানে বোমাতঙ্ক, চলছে তল্লাশি

ABOUT THE AUTHOR

...view details