গ্রেটার নয়ডা, 1 অগস্ট:ভারতীয় যুবক সচিন মীনার প্রেমের টানে পাকিস্তান থেকে এ দেশে এসেছিলেন সীমা হায়দার ৷ সে জন্য তাঁকে নানা প্রশ্ন ও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে ৷ তদন্তের মুখে পড়তে হয়েছে ৷ এ সবের মধ্যেই সীমা ও সচিনের আর্থিক সংকটের খবর প্রকাশ্যে আসে ৷ সেই কারণে তাঁদের দিকে এ বার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন চলচ্চিত্র প্রযোজক অমিত জানি ৷ সীমা ও সচিনকে ফিল্মে কাজ করার প্রস্তাব দিয়েছেন তিনি ৷
অমিত জানি তাঁদের দুজনকেই মুম্বইতে নির্মিত তাঁর ছবিতে কাজ করার প্রস্তাব দিয়েছেন, যাতে ফিল্মে কাজ করে তাঁরা জীবিকা নির্বাহ করতে পারেন । উদয়পুরের দর্জি কানহাইয়া লাল সাহুর হত্যাকাণ্ড নিয়ে ফিল্ম বানাচ্ছেন অমিত জানি ।
পাকিস্তান থেকে অবৈধভাবে ভারতে আসা সীমা হায়দারকেও তাঁর ছবিতে অভিনয় করার প্রস্তাব দিয়েছেন মেরঠের অমিত জানি । তিনি বলেন যে, প্রথমে তিনি সীমা হায়দারের বিরুদ্ধে ছিলেন ৷ কিন্তু যখন জানতে পারেন যে তিনি এবং সচিন আর্থিক সমস্যার সম্মুখীন, তখন তিনি তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন ।
আরও পড়ুন:প্রেমের টানে অবৈধভাবে ভারতে আসা পাক মহিলার জেল হেফাজত, সঙ্গেই থাকবে 4 সন্তানও
তিনি বলেন যে, লোকেরা পাকিস্তানে ভারতীয় মহিলা অঞ্জুর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে ৷ তাই তিনিও সচিন ও সীমার জন্য কিছু করতে চান ৷ এই যুগল জানিয়েছিলেন যে, পুলিশি তদন্তের কারণে তাঁরা কাজে যেতে পারছেন না । তাঁদের জীবিকা নির্বাহে সমস্যার মুখে পড়তে হয়েছে ৷ এই খবর ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই, উত্তরপ্রদেশ নবনির্মাণ সেনার সভাপতি অমিত জানি সীমা ও সচিনের পাশে এসে দাঁড়ান । তাঁর চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জনি ফায়ারফক্সে তাঁদের অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে ।
অমিত জানি সম্প্রতি মুম্বাইতে একটি ফিল্ম প্রোডাকশন হাউস স্থাপন করেছেন এবং উদয়পুরে দর্জি কানহাইয়া লাল সাহু হত্যার উপর 'টেইলর মার্ডার স্টোরি' নামে একটি চলচ্চিত্র তৈরি করছেন । নভেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে । অমিত জানি সীমা ও সচিনকে সেই ফিল্মে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন ৷ অমিত জানি বলেন, তাঁর প্রযোজনায় কাজ করলে সীমা ও সচিব লাখ লাখ টাকা আয় করতে পারেন, যা তাঁদের জীবনযাপন করতে সাহায্য করবে ৷