পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

21 বৈদিক বিধি মেনে মুখ উন্মোচন হল রামলালার মূর্তির, পড়ুন বিস্তারিত

face of idol of Ramlala is exposed according to Vedic rules in Ayodhya: রাম মন্দিরের একতলায় 51 ইঞ্চি মূর্তিটিতে ভগবান রামকে দাঁড়িয়ে থাকা ভঙ্গিতে পাঁচ বছরের শিশু হিসেবে চিত্রিত করা হয়েছে। কালো পাথরের তৈরি এই মূর্তিটি তৈরি করেছেন মইসুরের শিল্পী অরুণ যোগীরাজ ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 19, 2024, 4:53 PM IST

Updated : Jan 19, 2024, 5:21 PM IST

অযোধ্যা, 19 জানুয়ারি: রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে শুক্রবার ভগবান রামলালার মূর্তির মুখ উন্মোচন করা হয়। বৃহস্পতিবার বিশেষ পুজো-অর্চনার মধ্যে দিয়ে গর্ভগৃহে রামলালার কষ্টি পাথরের মূর্তি স্থাপন করা হয়। এরপর পাঁচদিন ধরে চলবে শ্রীরামের বিশেষ অভিষেক অনুষ্ঠান ৷ তার আগে 21 বৈদিক বিধিতে উপাসনা এবং বিশেষ হোমের মধ্য দিয়ে এদিন রামলালার মূর্তির মুখ উন্মোচন করা হয় ৷

রাম মন্দিরের একতলায় 51 ইঞ্চি মূর্তিটিতে ভগবান রামকে দাঁড়িয়ে থাকা ভঙ্গিতে পাঁচ বছরের শিশু হিসাবে চিত্রিত করা হয়েছে। কালো পাথরের এই মূর্তিটি মইসুরের শিল্পী অরুণ যোগীরাজের তৈরি ৷ মূর্তির পিছনের চালচিত্রে ওম, চক্র, শঙ্খ, গদা, স্বস্তিক, গণেশ, হনুমান এবং লক্ষ্মী-সহ বিভিন্ন ধর্মীয় চিহ্ন খোদাই করা রয়েছে।

অযোধ্যায় আগামী 22 জানুয়ারি রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অভিষেক হবে রামের বিগ্রহের। যার প্রস্তুতি শেষ পর্যায়ে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে অযোধ্যা জুড়ে ৷ আমন্ত্রণপত্র পাঠানোর কাজও প্রায় শেষ ৷ জানা গিয়েছে, রামলালার আসনটি 3.4 ফুট উঁচু। যেটি রাজস্থানের মাকরানা পাথর দিয়ে তৈরি করা হয়েছে। বুধবার রাতে ক্রেনের সাহায্যে রাম মন্দির চত্বরের ভিতরে রামলালের মূর্তি আনা হয়েছিল। এর কিছু ছবিও প্রকাশ্যে এসেছিল। তখন অবশ্য মূর্তির মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল ৷ এদিন সেই কাপড় সরানো হয়েছে ৷ প্রকাশ্যে এসেছে রামলালার মূর্তির মুখ ৷

রাজ জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট সূত্রে খবর, প্রাণ প্রতিষ্ঠার আগে টানা পাঁচদিন ধরে বিশেষ পুজো চলবে রামলালার ৷ একাধিক পবিত্র তীর্থের জল, কেশর, ঘি, শর্করা, বিভিন্ন ফস্য, বিভিন্ন ফল, বিভিন্ন ফুল দিয়ে হবে রামলালার অধিবাস ৷ তারপরই আগামী সোমবার হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা ৷ ইতিমধ্যেই, অযোধ্যায় তিন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে ৷

এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, "রাম মন্দিরের 'প্রাণপ্রতিষ্ঠা' অনুষ্ঠানের জন্য গোটা অযোধ্যাধাম, উত্তরপ্রদেশ ও দেশে উৎসবের পরিবেশ রয়েছে। আমি এখানে এসেছি অনুষ্ঠানের ব্যবস্থা পরিদর্শন করতে ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের মন্ত্রীরা ইতিমধ্যে 22 জানুয়ারি ঐতিহাসিক এই অনুষ্ঠানের জন্য তাদের যাবতীয় পরিকল্পনা সম্পন্ন করেছে ৷" তিনি আরও বলেন, "রাজ্য সরকার 'দর্শনের' জন্য অযোধ্যায় আগত ভক্তদের পূর্ণ সহায়তা দেওয়ার প্রস্তুতি নিয়েছে ৷ লখনউ, বারাণসী, গোরখপুর, প্রয়াগরাজ এবং অন্যান্য শহর থেকে আগত ভক্তদের জন্য একটি গ্রিন করিডরও তৈরি করা হয়েছে ৷ নিরাপত্তা ব্যবস্থাও কঠোর করা হয়েছে ৷"

আরও পড়ুন

কাশীর রমাপতি মন্দির থেকে খেলনা অর্পণ করা হবে অযোধ্যার রামলালাকে

মা সীতার হাতে ঐতিহ্যের লাহঠি চুড়ি পরাতে উৎসুক ভক্তরা, হিমসিম অবস্থা মুজফ্ফরপুরে

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন রামলালার মূর্তি উদ্বোধন জলপাইগুড়িতেও

Last Updated : Jan 19, 2024, 5:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details