পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

যৌতুকের চাপে গৃহবধূকে হত্যার অভিযোগ, ময়নাতদন্তে মৃতার চোখ চুরি! দোষারোপ পরিবারের - Death Due to Dowry

Alleged eyes theft case during post mortem in Badaun: ময়নাতদন্তের প্রক্রিয়া চলার সময় চোখ চুরি করা হয়েছে ৷ এমনটাই অভিযোগ করলেন গৃহবধূর পরিবার ৷ যৌতুকের চাপেই গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ৷

ETV Bharat
যৌতুকের চাপে মৃতার ময়নাতদন্তে উধাও চোখ

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 1:39 PM IST

বদায়ুঁ (উত্তরপ্রদেশ), 12 ডিসেম্বর: ময়নাতদন্তের পর উধাও দু'টি চোখ ৷ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চোখ চুরির অভিযোগ তুলল মৃতের পরিবার ৷ 10 ডিসেম্বর, রবিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলার মাজুরিয়া থানা এলাকায় রসুলা গ্রামে ৷

মৃতার নাম পূজা ৷ মাত্র 9 মাস আগে তাঁর বিয়ে হয়েছিল ৷ তাঁর বাড়িতেই তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায় ৷ মৃতার বাবা-মা শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে ৷ তাঁদের অভিযোগ, যৌতুকের দাবিতেই পূজাকে হত্যা করা হয়েছে ৷ এদিকে ঘটনার পরপরই পূজার মৃতদেহ ফেলেই পালিয়ে যায় তাঁর শ্বশুর-শাশুড়ি ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং একটি মামলা দায়ের করে ৷ 10 ডিসেম্বর বদায়ুঁতে পূজার ময়নাতদন্ত হয় ৷

এরপর দেহ বাড়ি ফিরলেই একেবারে আঁতকে ওঠেন পরিবারের সদস্যরা ৷ কেউ যেন পূজার দু'টি চোখ উপড়ে নিয়েছে ৷ সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মনোজ কুমারের কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দেয় পূজার পরিবারের সদস্যরা ৷ তাঁরা অভিযোগ করেন, ময়নাতদন্তের পর পূজার দেহ বাড়ি ফিরেছে ৷ কিন্তু তাঁর দেহ থেকে চোখ দু'টি চুরি গিয়েছে ৷

পূজার বাবা গঙ্গাচরণ বলেন, "বিয়ের পর থেকেই যৌতুকের জন্য পূজাকে চাপ দিত শ্বশুরবাড়ির লোকেরা ৷ তাঁর শ্বশুর-শাশুড়িরা তাঁর উপর অত্যাচার করত ৷" তিনি আরও জানান, পূজার মৃত্যুর সময় চোখ ঠিকই ছিল ৷ তবে ময়নাতদন্ত হওয়ার পর তাঁর দেহ বাড়িতে আসে এবং তা দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে যান বাবা-মা, আত্মীয়স্বজন ৷

পূজার এক আত্মীয় কালীচরণ বলেন, "আমরা পূজার শেষকৃত্য করিনি ৷ আমরা ওর মৃতদেহ দেখে আঁতকে উঠেছিলাম ৷ দেখালাম, কোনও চোখ নেই ৷ আমরা সঙ্গে সঙ্গে বদায়ুঁতে ফিরে আসি ৷ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মনোজ কুমারের কাছে অভিযোগপত্র জমা দিই৷" তাঁর অভিযোগ, ময়নাতদন্তের প্রক্রিয়ার সময়ই চোখ দু'টি চুরি করা হয়েছে ৷ এদিকে পুলিশের উচ্চাধিকারিক এসএসপি ডঃ ওপি সিং বলেন, "এই ঘটনার তদন্ত চলছে ৷ আমরা দেহটি হেফাজতে নিয়েছি ৷"

আরও পড়ুন:

  1. পণের দাবিতে অত্যাচার ! স্ত্রীকে তিন তলা থেকে 'ধাক্কা' স্বামীর
  2. স্বামীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে, শেষে পণের জন্য জীবন খোয়ালেন যুবতি!
  3. পণে বিএমডব্লিউ দাবি প্রেমিকের পরিবারের, বিয়ে ভাঙতেই আত্মহত্যা চিকিৎসক পাত্রীর

ABOUT THE AUTHOR

...view details