মুম্বই, 3 মে : এ বছর মহারাষ্ট্রে হিটস্ট্রোকের কারণে 25 জন মারা গিয়েছে (Maharashtra Heat Stroke) ৷ যা গত 6 বছরের মধ্যে সর্বোচ্চ ৷ আর এই তথ্য় দিয়েছে স্বাস্থ্য বিভাগ ৷ শেষবার মহারাষ্ট্রে 2016 সালে হিটস্ট্রোকের কারণে 19 জনের মৃত্যু হয়েছিল ।
এই বছরের 1 মে পর্যন্ত স্বাস্থ্য বিভাগে হিটস্ট্রোকের মোট 381টি ঘটনা সামনে এসেছে ৷ হিটস্ট্রোকের কারণে সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে নাগপুরে ৷ সেখানে 11 জন, ঔরঙ্গাবাদে 5 জন এবং নাসিকে 4 জন মারা গিয়েছে । নাগপুরে 300টি হিটস্ট্রোকের ঘটনা ঘটেছে ৷ যা রাজ্যে সর্বোচ্চ ।
আরও পড়ুন :Heat Stroke Kills Man : বাজার করে ফেরার পথে বৈদ্যবাটীতে প্রচণ্ড গরমে মৃত্যু বৃদ্ধের