নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর:"সংবিধান বলছে, যা ইন্ডিয়া, তাই ভারত ৷" ইন্ডিয়া বনাম ভারত বিতর্কের আবহে এমনই বললেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ বুধবার সংবাদসংস্থা এএনআইকে একটি সাক্ষাৎকারে তিনি ইন্ডিয়া ও ভারত নিয়ে তাঁর মতামত স্পষ্ট করে জানিয়েছেন ৷ আন্তর্জাতিক মহলে ভারত 'ইন্ডিয়া' নামেই পরিচিত ৷ সেখানে জি-20 শীর্ষ সম্মেলনের নৈশভোজের আমন্ত্রণপত্রে হঠাৎ 'ভারতের রাষ্ট্রপতি' লেখা নিয়ে নতুন তরজা শুরু হয়েছে ৷
জি-20 সম্মেলনের তোড়জোড় চলছে রাজধানী দিল্লিতে ৷ এর মধ্যে প্রকাশ্যে এসেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া এক নৈশভোজের আমন্ত্রণপত্র ৷ তাতে লেখা রয়েছে, 'প্রেসিডেন্ট অফ ভারত' ৷ স্বভাবত, এ নিয়ে সরগরম দেশের রাজনীতি ৷ এদিকে 2024 সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সব দলই ৷ তৈরি হয়েছে বিজেপি-বিরোধী 'ইন্ডিয়া' জোট ৷ 31 অগস্ট ও 1 সেপ্টেম্বর মুম্বইয়ে জোটের তৃতীয় বৈঠক হয়েছে ৷
এরপর 5 সেপ্টেম্বর, মাত্র 4দিনে মধ্যে মঙ্গলবার 'প্রেসিডেন্ট অফ ভারত' লেখা আমন্ত্রণপত্রটি সামনে এসেছে ৷ এই অবস্থায় দেশের নাম 'ইন্ডিয়া' নাকি 'ভারত'- তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে রাজনৈতিক তথা বিভিন্ন মহলে ৷ প্রশ্ন উঠছে, 'ইন্ডিয়া' জোটের কারণেই কি এবার দেশের নাম বদলে 'ভারত' করবে বিজেপি সরকার ?