নয়াদিল্লি, 5 জুন : যে ভারতীয় ছাত্রছাত্রীরা বিদেশের বিভিন্ন শিক্ষাকেন্দ্রে পড়াশোনা করছেন, অথচ করোনা পরিস্থিতির জন্য ভারতে আটকে রয়েছেন, তাঁদের সহযোগিতায় এগিয়ে এল বিদেশ মন্ত্রক ৷ শনিবার মন্ত্রকের তরফে বিদেশ সচিব অরিন্দম বাগচি একটি টুইট করেন ৷ তাতে তাঁর বার্তা, এই মুহূর্তে যেসব ভারতীয় পড়ুয়ারা বিদেশে তাঁদের শিক্ষাকেন্দ্রে যেতে পারছেন না, তাঁরা যেন অবিলম্বে বিদেশ মন্ত্রকের সংশ্লিষ্ট বিভাগের (OIA-II Division) সঙ্গে যোগাযোগ করেন ৷
এক্ষেত্রে পড়ুয়ারা যাতে সহজেই নিজেদের সমস্য়ার কথা জানাতে পারেন, তার জন্য দু’টি ই-মেল আইডিও দিয়েছেন বিদেশ সচিব ৷ সেগুলি হল, us.oia2@mea.gov.in এবং so1oia2@mea.gov.in ৷ বিদেশ মন্ত্রকের জারি করা একটি বিবৃতিতেও এই সংক্রান্ত তথ্য পেশ করা হয়েছে ৷