পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মুকেশ আম্বানির বাড়ির অদূরে বিস্ফোরক-সহ গাড়ি উদ্ধার - মুকেশ অম্বানীর বাড়ির অদূরে বিস্ফোরক-সহ গাড়ি উদ্ধার

মুকেশ আম্বানির বাড়ির অদূরে উদ্ধার হল বিস্ফোরক ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে মুম্বইয়ের কারমাইকেল রোডে ৷ পুলিশ ও বম্ব স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ৷ একটি গাড়ির মধ্যে বিস্ফোরক রাখা ছিল ৷

মুকেশ অম্বানীর বাড়ির অদূরে বিস্ফোরক-সহ গাড়ি উদ্ধার
মুকেশ অম্বানীর বাড়ির অদূরে বিস্ফোরক-সহ গাড়ি উদ্ধার

By

Published : Feb 25, 2021, 9:05 PM IST

Updated : Feb 25, 2021, 9:16 PM IST

মুম্বই, 25 ফেব্রুয়ারি : মুকেশ আম্বানির বাড়ির অদূরে উদ্ধার হল বিস্ফোরক ৷ একটি গাড়ির মধ্যে বিস্ফোরক রাখা ছিল ৷ বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ ৷ স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে হইচই পড়ে গিয়েছে ৷

অনিল দেশমুখ বলেন, ‘‘মুম্বইয়ে মুকেশ আম্বানির বাড়ির কাছে একটি গাড়িতে কিছু জিলেটিন পাওয়া গিয়েছে ৷ মুম্বই ক্রাইম ব্রাঞ্চ এই নিয়ে তদন্ত শুরু করেছে ৷ সত্যি ঠিক বেরিয়ে আসবে ৷’’

মুম্বই পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে মুম্বইয়ের কারমাইকেল রোডে ৷ সেখানে একটি সন্দেহজনক গাড়ি খুঁজে পাওয়া যায় ৷ সঙ্গে সঙ্গে পুলিশ সতর্ক হয়ে যায় ৷ আর বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয় ৷ পুলিশ ও বম্ব স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ৷ তার পর গাড়িটি পরীক্ষা করা হয় ৷ আর ভিতর থেকে বিস্ফোরক জিলেটিন পাওয়া যায় ৷ তবে এটি কোনও বিস্ফোরক যন্ত্রের সঙ্গে যুক্ত করা ছিল না ৷

আরও পড়ুন :নীরব মোদিকে ভারতে প্রত্যার্পণের নির্দেশ ব্রিটেনের আদালতের

মুম্বই পুলিশ ওই এলাকার নিরাপত্তা বৃদ্ধি করেছে ৷ মুম্বই পুলিশের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন ৷ তবে মুকেশ আম্বানিকে এই বিস্ফোরকের মাধ্যমে কোনও টার্গেট করা হয়েছিল কি না, তা এখনও স্পষ্ট নয় ৷

Last Updated : Feb 25, 2021, 9:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details