ইন্দোর (মধ্যপ্রদেশ), 18 নভেম্বর: কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধির (Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) চলাকালীনই বোমা বিস্ফোরণ (Bomb Blast Threat) ঘটানোর হুমকি দেওয়া হয়েছে ৷ মধ্যপ্রদেশের ইন্দোরের একটি মিষ্টির দোকানে চিঠি পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়েছে ৷ দোকানের মালিক স্থানীয় জুনী ইন্দোর থানায় বিষয়টি জানিয়েছেন ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷
প্রসঙ্গত, গত 7 সেপ্টেম্বর তামিলনাড়ুর (Tamil Nadu) কন্য়াকুমারী থেকে শুরু হয়েছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা ৷ ওই যাত্রা দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য হয়ে এগিয়ে চলেছে দেশের উত্তর অংশের দিকে ৷ ওই যাত্রার নেতৃত্বে রয়েছেন কেরালার ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধি ৷ এখন তিনি ওই কর্মসূচির জন্য মহারাষ্ট্রে রয়েছেন ৷ এবার তিনি দলবল নিয়ে ঢুকে পড়বেন মধ্যপ্রদেশে৷ তিনি যখন ইন্দোর পৌঁছাবেন, সেই সময়ই তাঁর উপর হামলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে ওই চিঠিতে ৷