পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

INS Ranvir Explosion : আইএনএস রণবীরে বিস্ফোরণ, মৃত 3 নৌসেনা - Explosion in INS Ranvir at Naval Dockyard Mumbai

মুম্বইয়ের নেভি ডকইয়ার্ডে আইএনএস রণবীর যুদ্ধজাহাজে বিস্ফোরণ (Explosion in INS Ranvir) ৷ মৃত্যু হয়েছে 3 নৌসেনার ৷ জখম হয়েছেন 11 জন ৷

3 sailors dead in INS Ranvir blast
আইএনএস রণবীরে বিস্ফোরণ

By

Published : Jan 18, 2022, 9:56 PM IST

মুম্বই, 18 জানুয়ারি : মুম্বইয়ের নেভাল ডকইয়ার্ডে আইএনএস রণবীরে বিস্ফোরণ (Explosion in INS Ranvir) ৷ দুর্ঘটনায় তিনজন নৌসেনার মৃত্যু হয়েছে ৷ আরও 11 জন জখম হয়েছেন ৷ তাঁদের স্থানীয় নৌসেনা হাসপাতালে চিকিৎসা চলছে ৷

নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার ৷ আইএনএস রণবীরের ভিতরের একটি কামরায় বিস্ফোরণটি ঘটে ৷ তাতে 3 জন নৌসেনা প্রাণ হারিয়েছেন ৷ জখম হয়েছেন আরও 11 জন নাবিক ৷ তাঁরা স্থানীয় নৌসেনা হাসপাতালে চিকিৎসাধীন ৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই জাহাজের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন । বড় ধরনের কোনও ক্ষতি ঘটেনি ৷

ইস্টার্ন নেভাল কম্যান্ড আইএনএস রণবীরকে ক্রস কোস্ট অপারেশনে মোতায়েন করেছিল ৷ শীঘ্রই তার বন্দরে ফিরে আসার কথা ছিল । এদিনের এই বিস্ফোরণের কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত বোর্ড গঠিত হয়েছে ৷

আরও পড়ুন : Most wanted Salim Gazi dies : করাচিতে মারা গেল মুম্বই বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত সেলিম গাজি

ABOUT THE AUTHOR

...view details