পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Ludhiana district court Explosion: লুধিয়ানার জেলা আদালতে বিস্ফোরণ, জখম এক মহিলা - লুধিয়ানার জেলা আদালতে বিস্ফোরণ

বৃহস্পতিবার বেলার দিকে বিস্ফোরণ হয় লুধিয়ানার জেলা আদালতে (Ludhiana district court Explosion) ৷

Ludhiana district court Explosion
বিস্ফোরণ লুধিয়ানার জেলা আদালতে

By

Published : Dec 23, 2021, 12:53 PM IST

Updated : Dec 23, 2021, 2:10 PM IST

লুধিয়ানা, 23 ডিসেম্বর : লুধিয়ানার জেলা আদালতে বিস্ফোরণ ৷ জখম এক মহিলা ৷

বৃহস্পতিবার বেলা আনুমানিক সাড়ে বারোটার সময় লুধিয়ানা জেলা আদালত ভবনের দ্বিতীয় তলের একটি শৌচাগারে বিস্ফোরণ হয় ৷ এর তীব্রতা এতটাই জোরদার ছিল যে শৌচাগারের দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ কাচ ভেঙে ছড়িয়ে পড়েছে আদালত চত্বরেও ৷ এই সময় আদালতে পুরোদমে কাজ চলছিল ৷ বিস্ফোরণের পর পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আদালত চত্বর ঘিরে ফেলে ৷ পৌঁছেছে দমকলবাহিনীর ইঞ্জিন ৷

লুধিয়ানার জেলা আদালতে বিস্ফোরণ, জখম এক মহিলা

আরও পড়ুন : Girl injures in a Bomb Blast : বল ভেবে বোমায় লাথি, গুরুতর আহত সাত বছরের বালিকা

লুধিয়ানা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা কমিশনারের অফিসের (District Commissioner's office) কাছেই জেলা আদালত (district court) ৷ এই ঘটনার পর প্রথম টুইট করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Former Punjab Chief Minister Amarinder Singh) ৷ তিনি লিখেছেন, "লুধিয়ানা আদালত চত্বরে বিস্ফোরণের ঘটনায় উদ্বিগ্ন৷ 2 জন ব্যক্তি মারা গিয়েছেন৷ এটা খুবই দুঃখজনক ৷ জখম ব্যক্তিদের সুস্থতা কামনা করছি৷ পঞ্জাব পুলিশের এই উৎস কী, তা খুঁজে বের করতে হবে ৷"

পঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি (Charanjit S Channi) জানিয়েছেন তিনি খুব দ্রুত আদালত চত্বরে পৌঁছাবেন এবং নিজের চোখে পরিস্থিতি খতিয়ে দেখবেন ৷

Last Updated : Dec 23, 2021, 2:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details