পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Explosion in Train: বিহারে ট্রেনে বিস্ফোরণ, আহত 3 - বিহারের সমস্তীপুরে ট্রেনের মধ্যে বিস্ফোরণ

বুধবার দুপুরে বিস্ফোরণ হয় ভাগলপুর-জয়নগর ইন্টারসিটি এক্সপ্রেসে ৷ বিস্ফোরণের পর আগুন লেগে যায় ট্রেনটিতে, আহত হন 3 জন ৷

ETV Bharat
ফাইল ছবি

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 9:35 PM IST

Updated : Nov 15, 2023, 11:02 PM IST

সমস্তীপুর, 15 নভেম্বর: বিহারের সমস্তিপুরে ট্রেনের মধ্যে বিস্ফোরণ ৷ জানা গিয়েছে, বুধবার দুপুর দেড়টা নাগাদ আগুন লাগে ভাগলপুর-জয়নগর ইন্টারসিটি এক্সপ্রেসে ৷ প্রথমে ট্রেনটির মধ্যে একটি বিস্ফোরণ হয় ও তার পরেই আগুন লাগে বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় আহত হয়েছেন 3 জন ৷ ৷ রেল পুলিশ সূত্রে খবর, এদিন বিস্ফোরণের পরেই ওই ট্রেনটি থেকে ধোঁয়া ওঠতে ও আগুনের শিখা দেখা যায় ৷ আহতদের মধ্যে এক মহিলা ও তাঁর ছেলে রয়েছেন বলেও জানা গিয়েছে ৷ ট্রেনটির জেনারেল কামরায় ওই বিস্ফোরণটি হয় বলে জানা গিয়েছে ৷

ঘটনায় পরেই যাত্রীদের মধ্যে হুলস্থুল পড়ে যায় ৷ এই ট্রেন দুর্ঘটনায় আহতের মধ্যে রয়েছেন রীনা দেবি নামে এক মহিলা ৷ বাকি দুই আহতের নাম হল গৌরব ঝা ও কামতা প্রসাদ ৷ পুলিশ জানিয়েছে, দ্বারভাঙা জেলার সিংহবাড়া থানা এলাকার মনিকৌর গ্রামের বাসিন্দা রীনা দেবী ৷ তিনি সুলতানগঞ্জ থেকে ট্রেনে উঠেছিলেন ৷ আহত গৌরভ ঝা সম্পর্কে তাঁর ভাইপো হন ৷

জানা গিয়েছে, ওই মহিলার সিটের নীচে থাকা একটি ব্যাগে বিস্ফোরণ হয় ৷ রেল পুলিশ জানিয়েছে, ওই ব্যাগে করে বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল ৷ কিন্তু যাত্রী ট্রেনে কীভাবে বিস্ফোরক নিয়ে কেউ উঠতে পারল, তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ এই বিস্ফোরণের ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, ওই বিস্ফোরণের পরেই বিস্ফোরক ভরতি আরও কয়েকটি ব্যাগ রেললাইনে ফেলে দেয় ওই অভিযুক্তরা ৷ সেখানেও পরে বিস্ফোরণ হয় ৷ পরে তাদের গ্রেফতার করা হয় ৷

আরও পড়ুন:

  1. হামসফর এক্সপ্রেসে অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলছে তিনটি বগি
  2. ছত্তিশগড়ে পুরী-আমেদাবাদ এক্সপ্রেসের এসি বগিতে আগুন
Last Updated : Nov 15, 2023, 11:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details