নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর: ভারত বলে 'বসুধৈব কুটুম্বকম' ৷ অর্থাৎ এক পৃথিবী, এক পরিবার ৷ তার সঙ্গেই জুড়েছে এক ভবিষ্যৎ ৷ দেশে অনুষ্ঠিত মেগা ইভেন্টের ঐক্যের সুর এটিই ৷ জি20 সম্মেলনে সেটাই ধ্বনিত হচ্ছে প্রতিক্ষণে ৷ এই সম্মেলনে আমন্ত্রিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে বিশ্বের তাবড় রাষ্ট্রনায়ক, আন্তর্জাতিক সংগঠনের প্রধানরা ৷ জি20-এর মেগা ইভেন্টে ভারত ডিজিটাল অর্থনীতিতে, বিশেষ করে ডিজিটাল আর্থিক লেনদেন, বিশ্বের অন্যান্য দেশগুলির কাছে কৃতিত্ব প্রদর্শন করতে সচেষ্ট ৷
গত মাসে বেঙ্গালুরুতে জি20 ডিজিটাল অর্থনীতির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, যে ভারতের ডিজিটাল অবকাঠামো প্রস্তুতে বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলির জন্য মাপযোগ্য, নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক সমাধান সরবরাহ করে । তিনি বলেন, "গত 9 বছরে ভারতের ডিজিটাল রূপান্তর অভূতপূর্ব ৷ সবই 2015 সালে ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের সূচনার মাধ্যমে শুরু হয়েছিল ।"
মোদি বলেছিলেন যে ভারতে 850 মিলিয়নেরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে, যারা বিশ্বের সবচেয়ে সস্তায় ডেটা উপভোগ করছে । জি20 ডিজিটাল অর্থনীতি মন্ত্রীদের বৈঠকের পরে প্রকাশিত একটি ফলাফলের নথি অনুযায়ী, ‘আগের জি20 প্রেসিডেন্সিগুলির সময় ডিজিটাল সমস্যা দূর করার চেষ্টা চলেছে ৷ দেশ সকলের জন্য, বিশেষ করে সুবিধাবঞ্চিত গোষ্ঠীর জন্য ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করার তাগিদে কাজ করছে ৷’