নয়া দিল্লি, 14 অক্টোবর : আমরা প্রায়ই শুনি কাজ চলছে ৷ যেটা লাল-ফিতের ফাঁস, দেরি আর অকেজো প্রশাসনের সঙ্গে সমার্থক ৷ এবার এগিয়ে যাওয়ার ইচ্ছে, কাজ, সম্পদ, পরিকল্পনা, নির্বাচনের অগ্রগতির সময় এসেছে, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ গতকাল 'পিএম গতিশক্তি পোর্টাল'-এর (PM GatiShakti portal) উদ্বোধনী অনুষ্ঠানে এই কথাগুলি বলেন তিনি ৷ সরকারের বিভিন্ন মন্ত্রক ও দফতরের মধ্যে সমন্বয়ের অভাবে অনেক সময় কাজগুলি যথাসময়ে সম্পূর্ণ হয় না ৷ সরকারকে এই দোষমুক্ত করতে বিভিন্ন দফতরগুলিকে ভেঙে দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ বিশেষত পরিবহণ, জাতীয় সড়ক, রেল, অভ্যন্তরীণ জলপরিবহণ ব্যবস্থা, সমুদ্র বন্দর, বিমান বন্দর এবং গুদামঘরগুলিকে আরও সক্রিয় করা হবে এই পোর্টালের মাধ্যমে ৷
নতুন পদক্ষেপ
সরকারি সূত্রে জানা গিয়েছে, কোনও পরিকল্পনা নিলে, তা সংশ্লিষ্ট সব সংস্থাগুলিকে জানানো হবে ৷ ওই পরিকল্পনা বাস্তবায়িত হওয়া পর্যন্ত একটি সংস্থা যেন অন্য সংস্থার ভূমিকা সম্পর্কে পুরোপুরি অবহিত থাকে ৷ সব সংস্থাগুলির মধ্যে যোগাযোগ রক্ষা করেই পরিকল্পনা রূপায়িত হবে ৷
পিএম গতিশক্তি কী ?
সরকারি সূত্র অনুযায়ী, এটা একটা তথ্য রূপান্তরধর্মী, বিশ্লেষণাত্মক এবং সিদ্ধান্ত সমর্থনকারী সরকারি টুল, যা সামগ্রিক ভাবে প্রজেক্ট বাস্তবায়নে সাহায্য করবে ৷ 'ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস অ্যাপ্লিকেশন অ্যান্ড জিওইনফরমেটিকস' (Bhaskaracharya National Institute for Space Applications and Geoinformatics, BISAG-N) একটি মানচিত্র তৈরি করেছে ৷ এতে কোনও প্রজেক্টের প্রাথমিক পরিকল্পনার জন্য পরিকাঠামো এবং উৎস সংক্রান্ত 200টি স্তরের মানচিত্র রয়েছে ৷ এটি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম ৷ পরিকল্পনা কার্যকর করতে রেল আর সড়ক-সহ 16টি মন্ত্রকের মধ্যে সমন্বয় সাধন করা হয়েছে এখানে ৷
সাম্প্রতিক আইটি টুলের ব্যবহার
বিভিন্ন মন্ত্রকের মধ্যে সংযোগ সাধনে কেন্দ্রীয় সরকার আধুনিক প্রযুক্তি এবং সাম্প্রতিক আইটি টুল ব্যবহারের পরিকল্পনা করেছে ৷ যেমন জিআইএস-নির্ভর (GIS-based) 'এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেম' ৷ সিদ্ধান্ত নেওয়ার জন্য এতে 200টিরও বেশি প্রমাণ-নির্ভর ধাপ রয়েছে ৷
রুট প্ল্যানিংয়ের জন্য এতে প্ল্যানিং টুল, জমি অধিগ্রহণ, অনুমতি, 'রাইট অফ ওয়ে' এবং যানজট কমানোর টুল রয়েছে ৷ এতে সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র (satellite imagery) ব্যবহারের মাধ্যমে সময়ে সময়ে কাজকর্ম কী ভাবে এগোচ্ছে, তা দেখা যাবে একটি ড্যাশবোর্ডে (dashboard) ৷
পরিকাঠামোগত প্রজেক্টগুলির সাম্প্রতিক ম্যাপিং পাওয়ার ব্যবস্থাটি তৈরি করেছে 'বিআইএসএজি-এন' (BISAG-N)৷ এছাড়া ইসরো (ISRO) থেকে পাওয়া স্যাটেলাইট চিত্র ও 'সার্ভে অফ ইন্ডিয়া'র (Survey of India) দেওয়া মানচিত্র ব্যবহার করা হবে ৷ 'বিআইএসএজি-এন'-এর মানচিত্রগুলি জনসাধারণও ব্যবহার করতে পারবে, যাতে কোনও প্রজেক্টের পরিকল্পনা এবং তার বাস্তবায়নে তারা অংশগ্রহণ করতে পারে ৷
সাধারণ পরিকল্পনা (Common Planning)
সকলের সাধারণ একটি দৃষ্টিভঙ্গি নিয়ে কোনও প্রজেক্টের ডিজাইন এবং তাকে বাস্তবায়িত করা সম্ভব হবে এই পোর্টালের মাধ্যমে ৷ খরচ বাঁচিয়ে বাধাগুলি দূর করে দ্রুত কাজ শেষ করাই এই জাতীয় মাস্টার প্ল্যানের (National Master Plan) উদ্দেশ্য ৷