পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

New Delta Plus Variant : কোভিডের ডেল্টা প্লাস সংস্করণের প্রভাবে কি বাড়ছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা ?

কোভিড ভাইরাসের ডেল্টা প্লাস সংস্করণ নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতে ৷ বিশেষজ্ঞদের আশঙ্কা, ভাইরাসের এই নতুন রূপের প্রভাবেই নির্দিষ্ট সময়ের আগে দেশে আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ ৷

experts worry about new Delta Plus Variant of Covid-19, could trigger third wave in the country
New Delta Plus Variant : কোভিডের ডেল্টা প্লাস সংস্করণের প্রভাবে কি বাড়ছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা ?

By

Published : Jun 22, 2021, 8:11 PM IST

নয়াদিল্লি, 22 জুন : ডেল্টা প্লাস সংস্করণই (Delta plus variant) কি ভারতে করোনার (Covid-19) তৃতীয় ঢেউয়ের কারণ হবে ? এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ৷ ভারতেই প্রথম কোভিড ভাইরাসের ডেল্টা স্ট্রেইনের (Delta strain) খোঁজ মিলেছিল ৷ তারই একটি নতুন রূপ হচ্ছে ডেল্টা প্লাস ৷ সরকারি সূত্রের খবর, ইতিমধ্যেই মহারাষ্ট্র-সহ তিনটি রাজ্যে মোট 22 জনের শরীরে করোনার এই নতুন রূপের উপস্থিতির প্রমাণ মিলেছে ৷ এখনও পর্যন্ত মহারাষ্ট্রের রত্নাগিরি ও জলগাঁও এবং কেরল ও মধ্যপ্রদেশের কিছু এলাকায় কোভিড ভাইরাসের ডেল্টা প্লাস সংস্করণের খোঁজ মিলেছে ৷

করোনা ভ্যাকসিন অ্য়াডমিনিস্ট্রেশন সংক্রান্ত জাতীয় বিশেষজ্ঞ দলের প্রধান ড. ভিকে পল এই প্রসঙ্গে বলেন, ‘‘ইতিমধ্যেই সংশ্লিষ্ট রাজ্যগুলিকে কেন্দ্রের তরফে অ্যাডভাইজরি পাঠানো হয়েছে ৷ এইসব রাজ্য়ের বাসিন্দাদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে ৷ আমরা কোনওভাবেই আক্রান্তের সংখ্যা (কোভিড ভাইরাসের ডেল্টা প্লাস সংস্করণে আক্রান্ত) বাড়তে দিতে পারি না ৷’’

আরও পড়ুন :এবার ভ্যাকসিনেশনের স্লট বুক করা যাবে পেটিএম-এ , দেখে নিন কীভাবে ...

তথ্য বলছে, এখনও পর্যন্ত মহারাষ্ট্রেই সবথেকে বেশি মানুষ কোভিড ভাইরাসের ডেল্টা প্লাস সংস্করণে আক্রান্ত হয়েছেন ৷ পরিস্থিতি বিচার করে ইতিমধ্যেই করোনার তৃতীয় ঢেউ মোকাবিলা করার জন্য কোমর বাঁধছে সে রাজ্যের সরকার ৷ বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, যে সময় করোনার তৃতীয় ঢেউ আসবে বলে মনে করা হয়েছিল, কোভিড ভাইরাসের ডেল্টা প্লাস সংস্করণের জেরে তা হয়তো সম্ভাব্য় সময়ের আগেই আছড়ে পড়তে পারে ৷

মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই ভাইরাসের নয়া সংস্করণে আক্রান্তদের সম্পর্কে যাবতীয় তথ্য নথিভুক্ত করছে ৷ যেমন, ওই ব্যক্তিরা এই সময়ের মধ্যে কোথায় কোথায় যাতায়াত করেছেন, তাঁরা কেউ করোনার টিকা নিয়েছেন কিনা, নিলে কবে টিকা নিয়েছেন ইত্যাদি সমস্ত তথ্য নথিভুক্ত করা হচ্ছে ৷

আরও পড়ুন :ক্ষতিপূরণ নয়, করোনা মোকাবিলাকে অগ্রাধিকার ; সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

ড. পল জানিয়েছেন, করোনার এই নতুন সংস্করণ সম্পর্কে তথ্য নেই বললেই চলে ৷ আর সেটাই ভয়ের কারণ ৷ যে শত্রুকে আমরা এখনও পর্যন্ত চিনিই না, তার মোকাবিলা কীভাবে করব ? এই প্রশ্নটাই ভাবাচ্ছে বিশেষজ্ঞ ও চিকিৎসকদের ৷ আর তাতে ভয় বাড়ছে আমজনতার মধ্য়েও ৷ এই মুহূর্তে ভারত ছাড়াও আরও আটটি দেশে কোভিড ভাইরাসের এই নতুন রূপের খোঁজ মিলেছে ৷ এগুলি হল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটিশ যুক্তরাজ্য, পর্তুগাল, সুইজ্য়ারল্যান্ড, জাপান, পোল্যান্ড, রাশিয়া এবং চিন ৷

ড. পলের মতে , পৃথিবীর অন্যান্য অংশে ডেল্টা সংস্করণের প্রভাব ছিল অত্যন্ত ভয়াবহ ৷ এটি খুব অল্প সময়ের মধ্যেই একসঙ্গে অসংখ্য মানুষের মধ্য়ে ছড়িয়ে পড়ে ৷ এর আচরণও মূল করোনা ভাইরাসের থেকে অনেকটা আলাদা ৷ এবং তাতে সময় ভেদে তারতম্যও দেখা গিয়েছে ৷ ফলে ভারতীয় শরীরে ভাইরাসের এই রূপ কীভাবে আচরণ করবে, টিকা নিলে তার প্রতিক্রিয়া কী হবে, এইসব সম্পর্কে প্রায় কিছুই জানা নেই বিশেষজ্ঞদের ৷ আর সেই কারণেই বাড়ছে আশঙ্কা ৷

আরও পড়ুন :করোনা নিয়ে কেন্দ্রকে সাহায্য করতে শ্বেতপত্র প্রকাশ কংগ্রেসের

প্রসঙ্গত, কোভিড ভাইরাসের ডেল্টা প্লাস সংস্করণের হদিশ পেতে মহারাষ্ট্রজুড়ে গত 15 মে থেকে এখনও পর্যন্ত 7 হাজার 500 টি নমুনা সংগ্রহ করা হয়েছিল ৷ তার মধ্য়ে 21টি নমুনায় করোনার এই নতুন প্রজাতির সন্ধান মিলেছে ৷ যা উদ্বেগের বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷

ABOUT THE AUTHOR

...view details