পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Covid Booster Dose: ভারতে এই মুহূর্তে কোভিড বুস্টার ডোজের প্রয়োজন নেই

ভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়ার পরও অনেকের শরীরে তৈরি হয়নি ইউমিনিট ৷ সম্প্রতি ব্রিটেনের এক্সপার্ট অ্যাডভাইজারি প্যানেল 50 বছরের উর্ধ্ব ব্যক্তিদের কোভিড বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছেন ৷ তবে এই মুহূর্তে ভারতে এই বুস্টার ডোজের প্রয়োজন নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

Covid Booster Dose
ভারতে এই মুহূর্তে কোভিড বুস্টার ডোজের প্রয়োজন নেই

By

Published : Sep 18, 2021, 5:02 PM IST

নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর : দু'টি ডোজ নেওয়ার পরও শরীরের ইমিউনিটি পাওয়ার তৈরি না-হওয়ায় কপালে ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের ৷ বিদেশে বুস্টার ডোজের প্রয়োগ কার্যকরী হলেও এই মুহূর্তে ভারতে তার প্রয়োজন নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷ দেশের সবাইকে ভ্যাকসিন দেওয়ার পরই এটা করা সম্ভব ৷ কারণ ভারতে এই মুহূর্তে এক চতুর্থাংশ প্রাপ্তবয়স্কের ভ্যাকসিনের দু‘টি ডোজ নেওয়া হয়নি ৷

কোভিডের বুস্টার ডোজ নিয়ে সারা বিশ্বে বির্তক রয়েছে ৷ সম্প্রতি ব্রিটেনের কোভিড এক্সপার্ট অ্যাডভাইজারি প্যানেল জানিয়েছে, 50 বছরের উর্ধ্ব ব্যক্তি এবং ফ্রন্টলাইন যোদ্ধাদের এই বুস্টার ডোজ নেওয়া অত্যন্ত জরুরি ৷ Joint Committee on Vaccination and Immunisation's-এর তরফে জানানো হয়েছে, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার ৬ মাসের মধ্যে এই বুস্টার ডোজ নিলে তা বেশি কার্যকরী হবে। কোভিশিল্ড ছাড়াও ফাইজার এবং মডার্নার ডোজও এই ক্ষেত্রে কার্যকরী হবে ৷ তাদের তরফে আরও জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি এই ডোজ পাওয়ার দরকার নেই ৷ কারণ মানুষের এখনও উচ্চস্তরের সুরক্ষার মধ্যে রয়েছেন ৷ প্রথম ও দ্বিতীয় ডোজের ব্যবধানের মতো খুব তাড়াতাড়ি বুস্টার ডোজের প্রয়োজন নেই।

কিন্তু ভারতের ক্ষেত্রে এই মুহূর্তে বুস্টার ডোজের প্রয়োজনীয়তা নেই বলেন জানান ইমিউনোলজিস্ট সত্যজিৎ রথ ৷ তিনি বলেন, "এই মুহূর্তে ভারতের প্রাপ্তবয়স্কদের 15 শতাংশের দু‘টি ডোজ হয়নি ৷ এর অর্থ হল ভারতীয়রা এখনও বেশি সংক্রমক ৷ সুতরাং আমার মনে হয়, আমাদের দেশে ভ্যাকসিনের তৃতীয় তথা বুস্টার ডোজ নিয়ে ভাবার কোনও মানে হয় না ৷"

আরও পড়ুন:করোনার বুস্টার ডোজ় আপাতত কেন্দ্রের পরিকল্পনায় নেই, জানাল আইসিএমআর

তিনি আরও বলেন, "ভারতের চিত্রটা এখনও পরিষ্কার নয় যে, কারা বেশি সংমক্রক ৷ আমরা জানি কিছু কো-মরবিড ক্যাটাগরি রয়েছেন, যাঁরা কঠিন অসুখে ভুগছেন ৷ কিন্তু ভ্যাকসিনের দু‘টি ডোজ নেওয়ার পর তাঁরা অনেকটাই সুস্থ রয়েছেন ৷"

আর এক ইমিউনোলজিস্ট বিনীতা বলও সত্যজিৎ রথের সঙ্গে একমত ৷ তাঁর মতে, বর্তমানে ভারতে জনসংখ্যার 40 শতাংশের ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়া হয়নি ৷ তবে কেস বিশেষে কো-মরবিডটেজদের জন্য এই বুস্টার ডোজ দেওয়া যেতে পারে বলে মনে করেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details