পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গাড়ি নয় বাজার মাতাচ্ছে কোটি টাকার ঘোড়া, উত্তরপ্রদেশের 'রাধা'তেই নজর সকলের

Sarangkheda horse market: মহারাষ্ট্রের নন্দুরবার জেলায় বসেছে ঘোড়া কেনাবেচার বাজার। কমবেশি তিন হাজার ঘোড়া নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। প্রথম দিনই উত্তরপ্রদেশের বেরেলি থেকে আসা একটি ঘোড়া সকলের নজর কাড়ে। 'রাধা' নামে ঘোড়াটির দাম 1 কোটি টাকা।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 24, 2023, 6:41 AM IST

সারাংখেদায় বাজার মাতাচ্ছে কোটি টাকার ঘোড়া

নন্দুরবার (মহারাষ্ট্র), 23 ডিসেম্বর: দেশের অন্যতম বড় ঘোড়া বিক্রির বাজার নন্দুরবার জেলার সারাংখেদা ৷ এই বাজারে প্রায় তিন হাজার ঘোড়া নিয়ে উপস্থিত হয়েছেন মালিকরা । সম্প্রতি এই বাজারে এসেছে 'রাধা' নামের একটি ঘোড়া ৷ উত্তরপ্রদেশের বারেলি থেকে ওই ঘোড়াটিকে নিয়ে এসেছে তার মালিক ৷ সেটির দাম ধার্য হয়েছে 1 কোটি টাকা। তার সৌন্দর্য থেকে শুরু করে চালচলনে সকলেই আকর্ষিত হয়েছেন ৷ বহুমূল্য এই ঘোড়ার খবর প্রকাশ্যে আসতেই কৌতূহলী জনতা ঘোড়াটিকে এক ঝলক দেখার জন্য ভিড় করছেন বাজারে ৷

'রাধা'র উচ্চতা প্রায় 72 ইঞ্চি (ছয় ফুট)। ইতিমধ্যেই সারা দেশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ৷ এই রাধা যেখানেই গিয়েছে তার মালিকের জন্য পুরস্কার এনছে । ঘোড়া মালিক নাজিম বলেন, "এটিই দেশের সবচেয়ে লম্বা ঘোড়া । ঘোড়াটি সাদা রঙের মারোয়ার জাতিভুক্ত ৷ খাবারের প্রতি বিশেষ যত্ন নেওয়া হয়। তাকে ভুট্টা, সরিষার তেল, বাদাম ও প্রতিদিন 7 লিটার দুধ দেওয়া হয় । এই ঘোড়ার পরিচর্যার জন্য তিন জনকে মোতায়েন করা হয়েছে । একটি ঘোড়ার দাম তার উচ্চতা এবং তার সৌন্দর্য, তার বংশের উপর নির্ভর করে। নাজিম আরও বলেন, "এই ঘোড়ার দাম এক কোটি টাকা । এখনও পর্যন্ত 70 লাখ টাকার দাম পেয়েছি ৷ কিন্তু ঘোড়াটি বিক্রি করতে চাই না ৷ কারণ এটি একটি উন্নত প্রজাতির ঘোড়া ৷ প্রজননের জন্য ব্যবহার করি ৷"

এ বছর সারাংখেদা বাজার কমিটির চেয়ারম্যান জয়পাল সিং রাওয়াল জানিয়েছেন, মোট 4 রাজ্য থেকে ঘোড়া আসছে। ইতিমধ্যেই অনেক দামি ঘোড়া আসতে শুরু করেছে। সারাংখেদা ঘোড়ার জন্য বিখ্যাত হওয়ায় সারা দেশ থেকে ব্যবসায়ীরা এখানে আসেন । প্রথম দিনেই এসেছে বিভিন্ন প্রজাতির প্রায় তিন হাজার ঘোড়া।

আরও পড়ুন:

  1. মোষ চরাতে গিয়ে মহিলার উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ, বন থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ
  2. মোষের দাম বিলাসবহুল গাড়িকেও হার মানায়! চাহিদা তুঙ্গে হরিয়ানার 'কালো সোনা'র
  3. 58 বছর পর মোষ চুরির মামলায় গ্রেফতার বছর আশির বৃদ্ধ

ABOUT THE AUTHOR

...view details