পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দক্ষিণের রাজনীতিতে ফিরছেন শশীকলা, ইঙ্গিত ভাইরাল অডিয়ো ক্লিপে - শশীকলার অবসর

শশীকলা আর দলের এক কর্মীর মধ্যে কথোপকথনের একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে ৷ তাতে জয়ললিতার সবচেয়ে কাছের মানুষ শশীকলা রাজনীতিতে ফেরার কথা জানিয়েছেন ৷

রাজনীতিতে ফিরতে পারেন শশীকলা
রাজনীতিতে ফিরতে পারেন শশীকলা

By

Published : May 30, 2021, 2:28 PM IST

চেন্নাই, 30 মে : প্যানডেমিক মিটলে রাজনীতিতে ফিরলেও ফিরতে পারেন ভিকে শশীকলা ৷ এমনই ইঙ্গিত মিলল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি কথোপকথনের অডিয়ো ক্লিপে ৷ এ বছরের মার্চে হাজতবাস শেষে বাড়ি ফিরে রাজনীতি থেকে অবসরের কথা জানিয়ে "রাজনীতি থেকে নিজেকে দূরে রাখবেন" বলে জানিয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন : অনর্থক কথা বলে করোনা রোখা যাবে না, মোদির মন কি বাতে কটাক্ষ রাহুলের

তবে ভাইরাল এই অডিয়ো ক্লিপে শশীকলা আরেকজন পার্টিকর্মীকে নিশ্চিত করে বলছেন যে রাজনীতিতে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর ৷ এই অডিয়ো ক্লিপের সত্যতা নিশ্চিত করেছে এএমএমকে-র কর্মী জনারথানন ৷ তিনি এএমএমকে-র জেনারেল সেক্রেটারি টিটিভি দিনাকরণের আপ্তসহায়ক ৷

শশীকলা আশ্বস্ত করে বলছেন, "চিন্তা কোরো না, সব ঠিক হয়ে যাবে ৷ প্য়ানডেমিক শেষ হয়ে গেলে, আমি ফিরে আসব ৷" তার উত্তরে দলের কর্মী বলছেন, "আম্মা, আমরা আপনার পিছনে আছি ৷"

তবে একুশের বিধানসভা নির্বাচনে ডিএমকে-র কাছে এআইএডিএমকে-র পরাজয়ের পরই বিষয়টি সামনে আসে ৷

ABOUT THE AUTHOR

...view details