কোঝিকোড়, 14 জানুয়ারি: আগামী লোকসভা নির্বাচনে বিজেপি একক বৃহত্তম দল হবে বলে আশা করা হচ্ছে ৷ তবে তাদের সংখ্যা এমন স্তরে নামিয়ে আনা যেতে পারে যে, তার সম্ভাব্য মিত্ররা আর তাদের সমর্থন করতে ইচ্ছুক নাও হতে পারে ৷ বরং তারা পরিবর্তে বিরোধী জোটকে সমর্থন করতে পারেন ৷ শনিবার এ কথা বললেন কংগ্রেস সাংসদ শশী থারুর ।
বিরোধী জোট ইন্ডিয়ার সম্পর্কে কথা বলার সময় তিনি বলেন যে, ভারত একটি বৈচিত্র্যময় দেশ এবং তিনি এমন পরিস্থিতির সঙ্গে বাঁচতে পুরোপুরি প্রস্তুত যেখানে তাদের '100 শতাংশ রাজ্যে 100 শতাংশ চুক্তি' নেই ।
শনিবার কোঝিকোড়ে কেরল লিটারেচার ফেস্টিভালে বক্তব্য রাখার সময় শশী বলেন, "আমি এখনও আশা করি যে, বিজেপি একক বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হবে ৷ তবে আমি বিশ্বাস করি, তাদের সংখ্যা এমন স্তরে নামিয়ে আনা যেতে পারে, যেখানে সরকার গঠনের জন্য তাদের সম্ভাব্য মিত্ররা আর তাদের সঙ্গে জোট করতে ইচ্ছুক নাও হতে পারে এবং হতে পারে তারা আমাদের সঙ্গে মিত্রতা করতে ইচ্ছুক হল । তাই আমাদের এটি চেষ্টা করতে হবে ৷" প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী 'ভারত: ভবিষ্যত এখন' শীর্ষক একটি অধিবেশনে এ কথা বলেছেন ।
কূটনীতিক থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা এই নেতা বিরোধী ব্লক ইন্ডিয়ার দলগুলির মধ্যে আসন ভাগাভাগি সংক্রান্ত অসুবিধাগুলি সম্পর্কেও তাঁর মত জানান ৷ তিনি বলেন যে, তিনি যতটা সম্ভব রাজ্যে 'পর্যাপ্ত চুক্তি' করার আশা করেন যাতে 'প্রতিরোধযোগ্য পরাজয়' এড়ানো যায় । কোনও একটি রাজ্যে সমস্ত বিরোধী দলের মধ্যে একটি চুক্তি হতে পারে এবং তারা বিজেপির বিরুদ্ধে একটিই জোটবদ্ধ প্রার্থী দিতে পারে, আবার অন্য কোনও রাজ্যে দুই বা তিনজন প্রার্থী থাকতে পারে ৷ সেক্ষেত্রে ভোটারকে সেই ব্যক্তিকে বেছে নিতে হবে যাকে তাঁরা তাঁদের প্রতিনিধিত্বের যোগ্য বলে মনে করবেন ৷"
শশী আরও বলেন, "যদি দৃষ্টিভঙ্গির যথেষ্ট ভিন্নতা থাকে, তাহলে হয়তো বিজেপি প্রার্থী জয়ী হবেন । 67 বছর বয়সি কংগ্রেস নেতা দুই প্রতিবেশী রাজ্য কেরল এবং তামিলনাড়ুর উদাহরণ দিয়েছেন ৷ তাঁর কথায়, "কেরলে ইন্ডিয়া জোটের দুটি প্রধান প্রতিপক্ষ, যেমন সিপিআই(এম) এবং কংগ্রেস, আসন ভাগাভাগির বিষয়ে সম্মত হয়েছে তা কল্পনা করা প্রায় অসম্ভব, তবে ঠিক পাশেই তামিলনাড়ুতে সিপিআই, সিপিআই( এম), কংগ্রেস এবং ডিএমকে সবাই একসঙ্গে জোটবদ্ধ এবং কোনও বিতর্ক নেই, কোনও বিরোধ নেই ৷ তারা ইতিমধ্যেই গত নির্বাচন একসঙ্গে লড়েছে ৷ তারা সম্ভবত এটিতেও একসঙ্গে লড়াই করবে ৷"
থারুরের মতে, এই দেশের মানুষকে মনে করিয়ে দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হল, তাঁদের নির্বাচনী এলাকার সেরা ব্যক্তিকে ভোট দেওয়া ৷ কারণ যাঁরা 'মোদি' স্লোগান দিচ্ছেন, জানা উচিত যে কেবল বারাণসীর লোকেরাই তাঁকে ভোট দিতে পারেন ৷ বাকি সবাইকে তাঁদের জায়গায় সেরা প্রার্থীকে ভোট দিতে হবে, যাঁকে তাঁরা মনে করবেন ভালো প্রতিনিধি ৷
আরও পড়ুন:
- ন্যায় পেতে মণিপুর থেকে মুম্বই, রাহুলের নেতৃত্বে ফের কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা
- 'গড়ে মাটি পোক্ত নয়, তারা ছোঁয়ার স্বপ্ন', আসন বণ্টন নিয়ে কংগ্রেসকে তোপ অভিষেকের
- বরাদ্দ বঞ্চনা থেকে মূল্য বৃদ্ধি, প্রতিবাদে রাজপথে তৃণমূলের মিছিল