নয়াদিল্লি, 30 নভেম্বর: বছর ঘুরলেই লোকসভা ভোট ৷ তার আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন কংগ্রেস-বিজেপি যুযুধান দুই শিবিরের কাছেই ছিল অ্য়াসিড টেস্টের সমান ৷ বৃহস্পতিবারই তেলেঙ্গানা দিয়ে শেষ হয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট ৷ আর সেই ভোট মিটতেই সামনে এসেছে একের পর এক এক্সিট পোল ৷ যদিও অধিকাংশ এক্সিট পোলেই যে ছবিটা ধরা পড়ছে তাতে কোনও দলের নেতারাই সম্পূর্ণভাবে খুশি হতে পারছে না ৷ এক্সিট পোলে ছত্তিশগড় এবং তেলেঙ্গানায় কংগ্রেসের জয়ের পূর্বাভাস রয়েছে ৷ একইভাবে মধ্যপ্রদেশ এবং রাজস্থানের পূর্বাভাস বিজেপির পক্ষেই গিয়েছে ৷
সাধারণত উত্তর ভারতের একমাত্র রাজ্য হিসাবে রাজস্থানকেই রাজনৈতিক বিশ্লেষকরা বেছে নেয়, যেখানে পাঁচ বছর অন্তর রায় বদল করে মানুষ ৷ সেই ধারা এবারও অব্যাহত থাকছে বলেই একাধিক সমীক্ষায় উঠে আসছে ৷ একইভাবে এবারও কংগ্রেসের হাতছাড়া হচ্ছে মধ্যপ্রদেশ ৷ ছত্তিশগড়ে ক্ষমতা ধরে রাখতে পারলেও সমীক্ষা বলছে, এখানেও কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি ৷ তবে কর্ণাটকের পর দক্ষিণ ভারতে জমি আরও শক্তপোক্ত করতে চলেছে কংগ্রেস ৷ পোলস্টাররা ইঙ্গিত দিয়েছেন মিজোরামে, জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম) কার্যত মিজো ন্যাশনাল ফ্রন্টের (এমএনএফ) সঙ্গে টেক্কা দিয়ে লড়াই করছে ৷
উল্লেখ্য, এই পাঁচ রাজ্যের মধ্যে একমাত্র 230 সদস্যের মধ্যপ্রদেশ বিধানসভাতেই একমাত্র বিজেপির সংখ্য়াগরিষ্ঠতা রয়েছে ৷ কংগ্রেস 200 আসনের রাজস্থান এবং 90 আসনের ছত্তিশগড়ে শাসন করছে। তেলেঙ্গানায় কে চন্দ্রশেখর রাও নেতৃত্বাধীন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) 10 বছর ধরে ক্ষমতায় রয়েছে এবং মিজোরামে সরকারে রয়েছে বিজেপি-এমএনএফ। 7 নভেম্বর থেকে শুরু করে আজ 30 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হযল পাঁচটি রাজ্যের নির্বাচন ৷ ভোট গণনা হবে আগামী 3 ডিসেম্বর।
মধ্যপ্রদেশে 'জন কি বাত' বুথ ফেরৎ সমীক্ষা জানিয়েছে, বিজেপি 100 থেকে 123 আসন এবং কংগ্রেস 102 থেকে 125টি আসন পাবে ৷ রিপাবলিক টিভি-ম্যাট্রিজ বিজেপির ক্ষেত্রে 118 থেকে 130 আসন এবং কংগ্রেসের জন্য 97 থেকে 107 আসনের পূর্বাভাস দিয়েছে। পোলস্ট্রেট জানিয়েছে, এ রাজ্যে বিজেপি 106 থেকে 116 এবং কংগ্রেস 111 থেকে 121টি আসন পাবে। টুডে'স চাণক্য' অবশ্য মধ্যপ্রদেশে বিজেপির বিশাল জয়ের ভবিষ্যদ্বাণী করেছে ৷ তাদের দাবি, এরাজ্যে বিজেপি 151 (প্লাস মাইনাস 12 আসন) এবং কংগ্রেস 74 (প্লাস মাইনাস 12 আসন) পাবে।