হায়দরাবাদ : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্টে ভারতীয় দলে রোহিত শর্মার অর্ন্তভুক্তি দলকে আরও শক্তিশালী করবে । আর দীর্ঘমেয়াদী ফরম্যাটে, সাম্প্রতিককালে রোহিতের যা পারফরম্যান্স, তাতে এটা নিশ্চিত যে, সিডনিতে ভারতেরই কর্তৃত্ব থাকবে । এমনটাই মনে করেন রোহিতের ছোটোবেলার কোচ দীনেশ লাড ।
ইটিভি ভারতকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে দীনেশ রোহিতের আগের থেকে আরও উন্নত ব্যাটিং টেকনিক সম্পর্কে যেমন কথা বলেছেন, তেমনই জানিয়েছেন, কোন বোলারের থেকে রোহিতের সাবধান থাকা উচিত এবং আসন্ন টেস্টে ভারতের ফলাফল ঠিক কেমন হতে পারে ।
প্র. তৃতীয় টেস্টে ভারতের সম্ভাবনা কেমন দেখছেন?
উ. আমি তৃতীয় টেস্টে ভারতের ফলাফল নিয়ে যথেষ্টই আশাবাদী । বিশেষ করে প্রথম ম্যাচে মাত্র 36 রানে অল আউট হয়ে যাওয়ার পর যেভাবে ভারত লড়াইয়ে ফিরে এসেছে, তার পর আরও আশাবাদী । ভারত রীতিমতো ভালো খেলছে । অস্ট্রেলিয়ার রীতিমতো সমীহ করা ব্যাটিং লাইন আপকে যেভাবে দুই ইনিংসে বল করেছে ভারত, তা নিঃসন্দেহে বড় ব্যাপার । এবার এই দলে রোহিতও ফিরে এসেছে । যদিও উমেশের চোট লেগেছে তবুও আমাদের দলে সাইনি এবং শার্দুলের মতো ভাল বোলারও রয়েছে । আমার মনে হয়, আমাদের মানসিকতা এখন একদম ঠিকঠাক আছে । তাই অস্ট্রেলিয়াই বেশ চাপে থাকবে ।
প্র. এখনও পর্যন্ত সিরিজ়ে ভারতের সেরা ব্যাটসম্যানরা ভালো রান করতে ব্যর্থ হয়েছে । পৃথ্বী শ দল থেকে ছিটকে গিয়েছে, ময়াঙ্ক আগরওয়াল এখনও চেষ্টা করে যাচ্ছে । অন্যদিকে শুভমান গিল অসাধারণ পারফরম্যান্স করছে । এই পরিস্থিতির মধ্যে রোহিত শর্মার সম্ভাবনা কতটা কী দেখছেন এবং আপনার মতে, রোহিতের কোন পজ়িশনে ব্যাট করা উচিত?
উ. আমার মনে হয়, রোহিতের ওপেনিং স্লটেই ব্যাট করা উচিত এবং আমি নিশ্চিত, টিম ম্যানেজমেন্টও আমার মতোই ভাবছে । দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই পজ়িশনে খেলে রোহিত সফল হয়েছে । অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাধিক বার রোহিত দারুণ খেলেছে । আমাদের ওকে ওপেনিংয়ে রাখতেই হবে । অন্যদিকে, শুভমান ওই পিচে ভাল খেলেছে । আমার মনে হয়, তৃতীয় টেস্টে ময়াঙ্কের জায়গায় রোহিত নামবে ।
প্র. বাঁ হাতি বোলারদের বিরুদ্ধে রোহিতের পারফরম্যান্সের ইতিহাস যা, তার নিরিখে বিচার করলে আপনার কি মনে হয়, মিচেল স্টার্ককে খেলার সময় ওর কোনও বিশেষ স্ট্র্যাটেজি থাকবে?
উ. রোহিত আগে মাঠের অন সাইডে খেলতে পছন্দ করত । তখন ওর সমস্যা হত । কিন্তু এখন ও অনেকটাই পরিণত এবং এখন বাঁ-হাতি বোলারদের বিরুদ্ধে ও অনেকটাই স্বচ্ছন্দ । বল অনেক আগে ধরে ফেলে আর স্বচ্ছন্দে খেলে । আমার মনে হয় না, মিচেলের বিরুদ্ধে খেলতে ওর সমস্যা হবে ।