বেঙ্গালুরু, 29 অগস্ট:কর্ণাটকে স্কুলের পাঠ্যপুস্তক নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক । পাঠ্যপুস্তক সংশোধন কমিটি (textbook revision committee) উচ্চ বিদ্যালয়ের পাঠ্যসূচিতে বিনায়ক দামোদর সাভারকরের (Vinayak Damodar Savarkar) উপর একটি অংশ যোগ করেছে । আর তার পরেই সোশাল মিডিয়ায় এ নিয়ে আলোচনা শুরু হয়েছে (Exaggeration of Veer Savarkar in school textbook) । বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, স্কুলের এই পাঠ্যপুস্তকে বীর সাভারকরের জীবনকে অতিরঞ্জীত করে দেখানো হয়েছে । এ বছরই রোহিত চক্রতীর্থ কমিটি ওই পাঠ্যপুস্তকটি সংশোধন করেছিল ।
সম্প্রতি শিক্ষা বিভাগ অষ্টম শ্রেণির কন্নড় পাঠ্যপুস্তকে একটি পাঠে বদল এনেছে । বিজয়মালার লেখা 'ব্লাড গ্রুপ' পাঠটির জায়গায় কেকে গাট্টির 'কালাভানু গেদ্দাভারু'-কে নিয়ে আসা হয়েছে । এই নতুন পাঠে লেখক আন্দামান সেলুলার জেলের বর্ণনা করেন । সেখানে দীর্ঘদিন বন্দি ছিলেন বীর সাভারকর।
অষ্টম শ্রেণির এই কন্নড় পাঠ্যপুস্তকে বলা হয়েছে, সাভারকর আন্দামান জেলে বন্দি থাকাকালীন একটি বুলবুল পাখির ডানায় বসতেন এবং বাড়ির উদ্দেশে পাড়ি দিতেন । এছাড়া নতুন পাঠ্যপুস্তক বলা হয়েছে, যেখানে সাভারকরকে বন্দি করা হয়েছিল সেখানে জেলখানার মধ্যে একটি ছিদ্রও ছিল না । কিন্তু বুলবুল পাখি আসত ঘরে আর সাভারকর তার ডানায় বসে প্রতিদিন বাড়ির দিকে উড়ে যেতেন ।