পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

383 years Imprisonment: প্রতারণার দায়ে তামিলনাড়ুর প্রাক্তন পরিবহণ কর্মীকে 383 বছরের কারাদণ্ড - তামিলনাড়ু

383 years in Prison in a Fraud Case: প্রতারণার মামলায় দোষীকে 383 বছরের কারাদণ্ড ৷ শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে তামিলনাড়ুর একটি নিম্ন আদালত ৷ দোষীকে 3.32 কোটি টাকা জরিমানাও করেছে আদালত ৷

383 years Imprisonment
383 years Imprisonment

By

Published : Jul 29, 2023, 1:07 PM IST

কোয়েম্বাটুর, 29 জুলাই: প্রতারণার মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এক ব্যক্তিকে 383 বছরের কারাদণ্ড দিল তামিলনাড়ুর একটি নিম্ন আদালত ৷ সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কোথান্ডাপানি ৷ তিনি এক সময় তামিলনাড়ু স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন বা টিএনএসটিসি-তে চাকরি করতেন ৷ তাঁর বয়সের কথা চিন্তা করে অবশ্য বিচারক তাঁকে একসঙ্গে সমস্ত সাজা ভোগ করার আদেশ দিয়েছেন ৷ ফলে সাত বছর জেলে থাকলেই তাঁর সাজার মেয়াদ শেষ হয়ে যাবে ৷ আদালত তাঁকে 3.32 কোটি টাকা জরিমানাও করেছে ৷ জরিমানা দিতে না পারলে তাঁকে আরও একবছর জেল খাটতে হবে ৷

যে ঘটনায় তাঁর সাজা হল, সেটি ঘটে 1988 সালে৷ ওই বছর 9 নভেম্বর তামিলনাড়ুর চেরান ট্রান্সপোর্ট কর্পোরেশনের জেনারেল ম্যানেজার রাঙ্গাস্বামী ওই রাজ্যের পুলিশের ক্রাইম ব্রাঞ্চের একটি অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগে দাবি করা হয়, ওই পরিবহণ সংস্থার 47টি পুরনো বাস নিলামে তোলা হয়েছে ৷ তা থেকে পাওয়া 28 লক্ষ 20 হাজার 94 টাকা কর্পোরেশনের আটজন কর্মী আত্মসাৎ করেছেন ৷ এই নিলাম করতে ওই কর্মীরা জাল নথিও তৈরি করেছিল ৷ পুরো প্রক্রিয়াটাই বেআইনি ৷

চেরান ট্রান্সপোর্ট কর্পোরেশন হল টিএনএসটিসি-এর কোম্বেয়াটুর শাখা ৷ টিএনএসটিসি-এর সদর দফতর কোয়েম্বাটুরে ৷ সেই দফতর থেকেই চেরান ট্রান্সপোর্ট কর্পোরেশনের কাজকর্ম চলত ৷ অভিযোগ পেয়ে কোয়েম্বাটুর পুলিশ তদন্তে নামে ৷ চেরান ট্রান্সপোর্ট কর্পোরেশনের সহকারী কোথান্ডপানি, ডেপুটি ম্যানেজার রামচন্দ্রন, নাগরাজন, নটরাজন, মুরুগানাথন, দুরাইসামি, রঙ্গনাথন ও রাজেন্দ্রন নামে আটজনকে গ্রেফতার করেছে ।

মামলা চলাকালীন রামচন্দ্রন, নটরাজন, রঙ্গনাথন ও রাজেন্দ্রন মারা যান । বাকি চারজনের মধ্যে তিনজনকে শুক্রবার আদালত বেকসুর খালাস করে দেয় ৷ দোষী সাব্যস্ত করা হয় বর্তমানে 82 বছর বয়সী কোথান্ডাপানিকে ৷ তাঁকে তিনটি ধারায় সাজা দেওয়া হয় ৷ বিশ্বাসভঙ্গের 47টি অপরাধের জন্য চার বছর করে মোট 188 বছর, জালিয়াতির 47টি অপরাধের জন্য চার বছর করে মোট 188 বছর ও সরকারি সম্পত্তি আত্মসাতের জন্য 7 বছরের কারাদণ্ড দেওয়া হয় ৷ সবমিলিয়ে তাঁর সাজার মেয়াদ হয় 383 বছর ৷

তবে কোথান্ডাপানির বয়সের কথা বিবেচনা করে তাঁকে সব সাজা একসঙ্গে ভোগ করতে হবে বলে জানান বিচারক ৷ ফলে অশীতিপর কোথান্ডাপানির সাজার মেয়াদ সাত বছরেই শেষ হবে ৷ তবে তাঁকে 3.32 কোটি জরিমানা দিতে হবে ৷ অনাদায়ে অতিরিক্ত এক বছর জেলে কাটাতে হবে ৷

ABOUT THE AUTHOR

...view details