পাথানামথিট্টা(কেরল), 22 জুন: বিবাহবিচ্ছেদের মামলার রায় দিতে দেরি করছেন বিচারক ৷ এই অভিযোগ তুলে রাগে বিচারকের গাড়িতে ভাঙচুর চালালেন প্রাক্তন সেনাকর্মী ৷ বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে কেরলের তিরুভাল্লা পৌর কর্পোরেশন চত্বরের পারিবারিক আদালতের সামনে । ঘটনায় হতবাক আদালত চত্ত্বরে থাকা লোকজন ৷ তিরুভাল্লা পারিবারিক আদালতের বিচারক বিআর বিলকুলের সরকারি গাড়ি ভাঙচুর করা হয়েছে । এই ঘটনায় গ্রেফতার হয়েছেন মঙ্গলাপুরম শিবগিরি নগরের অতুল্য সাগরের বাসিন্দা ইপি জয়প্রকাশ (53) ।
জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে আদালতে বিবাহ বিচ্ছেদ ও যৌতুক সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে । আদালত থেকে বের হওয়ার পর জয়প্রকাশ দোকান থেকে একটি কোদাল কিনে আদালত চত্বরে পার্ক করা বিচারকের গাড়িতে ভাঙচুর চালান । তিনি বিচারকের গাড়ির সামনের ও পেছনের জানালার কাচও ভেঙে দেন । এই ঘটনার পরও জয়প্রকাশ গাড়ির কাছেই দাঁড়িয়ে ছিলেন । তিনি ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেননি । এরপর জয়প্রকাশকে হেফাজতে নেয় পুলিশ ।