পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Thiruvalla Family Court: বিবাহবিচ্ছেদের মামলায় রায়ে দেরি, বিচারকের গাড়ি ভাঙচুর প্রাক্তন সেনাকর্মীর - Ex servicemen wrecked family court judge car

বিবাহবিচ্ছেদের মামলায় তাঁকে বারবার আদালতে আসতে হচ্ছে ৷ অথচ বিচারক রায় দিচ্ছেন না ৷ ক্ষিপ্ত হয়ে বিচারকের গাড়ির কাঁচ ভাঙলেন এক প্রাক্তন সেনাকর্মী ৷

Thiruvalla Family Court
বিবাহবিচ্ছেদের মামলা

By

Published : Jun 22, 2023, 11:00 AM IST

পাথানামথিট্টা(কেরল), 22 জুন: বিবাহবিচ্ছেদের মামলার রায় দিতে দেরি করছেন বিচারক ৷ এই অভিযোগ তুলে রাগে বিচারকের গাড়িতে ভাঙচুর চালালেন প্রাক্তন সেনাকর্মী ৷ বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে কেরলের তিরুভাল্লা পৌর কর্পোরেশন চত্বরের পারিবারিক আদালতের সামনে । ঘটনায় হতবাক আদালত চত্ত্বরে থাকা লোকজন ৷ তিরুভাল্লা পারিবারিক আদালতের বিচারক বিআর বিলকুলের সরকারি গাড়ি ভাঙচুর করা হয়েছে । এই ঘটনায় গ্রেফতার হয়েছেন মঙ্গলাপুরম শিবগিরি নগরের অতুল্য সাগরের বাসিন্দা ইপি জয়প্রকাশ (53) ।

জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে আদালতে বিবাহ বিচ্ছেদ ও যৌতুক সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে । আদালত থেকে বের হওয়ার পর জয়প্রকাশ দোকান থেকে একটি কোদাল কিনে আদালত চত্বরে পার্ক করা বিচারকের গাড়িতে ভাঙচুর চালান । তিনি বিচারকের গাড়ির সামনের ও পেছনের জানালার কাচও ভেঙে দেন । এই ঘটনার পরও জয়প্রকাশ গাড়ির কাছেই দাঁড়িয়ে ছিলেন । তিনি ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেননি । এরপর জয়প্রকাশকে হেফাজতে নেয় পুলিশ ।

সূত্রের খবর, আদুর কদম্পানদের আদি বাসিন্দা জয়প্রকাশ এবং তাঁর স্ত্রীর বিবাহবিচ্ছেদের আবেদন দীর্ঘদিন ধরে তিরুভাল্লা পারিবারিক আদালতে বিচারাধীন । জয়প্রকাশ মামলার জন্য ম্যাঙ্গালোর থেকে পাথানামথিট্টায় আসতেন । বেশিরভাগ সময় মামলাটি সন্ধ্যের দিকে আদালতে উঠত এবং পরের দিনের জন্য মুলতবি হয়ে যেত । আর এর জেরেই তিনি ক্ষিপ্ত হয়ে গাড়ি ভাঙচুর করে প্রতিবাদ করেছেন বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন:বিবাহবিচ্ছেদের পর আদালত চত্বরে যুবককে মারধর মেয়ের পরিবারের, ভাইরাল ভিডিয়ো

পুলিশ জানিয়েছে, হামলাকারী এই ব্যক্তির উদ্দেশ্য ছিল মামলার মেয়াদ বাড়ানোর প্রতিবাদ করা । পুলিশ জানিয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট-সহ বিভিন্ন ধারায় মামলা করা হবে তাঁর বিরুদ্ধে । জয়প্রকাশ মার্চেন্ট নেভিতে ছিলেন ৷ 2017 সালে চাকরি থেকে অবসর নিয়েছেন তিনি ৷ তাঁর স্ত্রী প্রথমে পাথানামথিট্টা আদালতে অভিযোগ দায়ের করেছিলেন ৷ জানুয়ারিতে মামলাটি তিরুভাল্লা পারিবারিক আদালতে স্থানান্তর করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details