পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Ex New Zealand Deputy PM on Kashmir Files : নিউজিল্যান্ডে 'দ্য কাশ্মীর ফাইলস' মুক্তির স্থগিতাদেশের বিরোধিতায় প্রাক্তন ডেপুটি প্রধানমন্ত্রী

গত 11 মার্চ কাশ্মীরি পণ্ডিতদের ভূস্বর্গ ছাড়ার ঘটনা নিয়ে মুক্তি পায় 'দ্য কাশ্মীর ফাইলস' সিনেমাটি ৷ আমেরিকা, অস্ট্রেলিয়া-সহ অন্যান্য দেশে 'দ্য কাশ্মীর ফাইলস' মুক্তি পেয়েছে ৷ কিন্তু নিউজিল্যান্ডে স্থগিত করা হয়েছে এই ছবির মুক্তি ৷ স্থগিতাদেশের বিরোধিতায় প্রাক্তন নিউজিল্যান্ডের ডেপুটি প্রধানমন্ত্রী উইনস্টন পিটার্স মুখ খুলেছেন (Ex New Zealand Deputy PM on Kashmir Files) ৷

THe Kashmir Files movie
The Kashmir Files

By

Published : Mar 20, 2022, 6:04 PM IST

নয়াদিল্লি, 20 মার্চ : গত 11 মার্চ কাশ্মীরি পণ্ডিতদের ভূস্বর্গ ছাড়ার ঘটনা নিয়ে মুক্তি পায় 'দ্য কাশ্মীর ফাইলস' সিনেমাটি ৷ বড় পর্দায় মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি ৷ প্রতিদিনই আগের দিনের তুলনায় নিজের বক্স অফিস কালেকশনের অঙ্কটি বাড়িয়ে চলেছে এই ছবি ৷ ইতিমধ্যে 100 কোটির গন্ডি পেড়িয়েছে এই সিনেমাটি ৷

মুক্তির পর আলোড়ন ফেলেছে অনুপম খের, মিঠুন চক্রবর্তী অভিনীত এই ছবি (The Kashmir Files smashing records in box office after got released) ৷ দেশের বিজেপিশাসিত বেশ কিছু রাজ্যে এই ছবির ক্ষেত্রে কর মকুব করা হয়েছে ৷ পাল্টা এই ছবিকে কট্টর হিন্দুত্ববাদের প্রোপাগান্ডা বলে বিরুদ্ধ মতপোষণ করছে বিরোধীরা ৷

আমেরিকা, অস্ট্রেলিয়া-সহ অন্যান্য দেশে 'দ্য কাশ্মীর ফাইলস' দেখানো হলেও নিউজিল্যান্ডে স্থগিত করা হয়েছে এই ছবির মুক্তি । নিউজিল্য়ান্ডের সেন্সর বোর্ড, যেটি আগে সিনেমাটিকে ছাড়পত্র দিয়েছিল 16 বছর বা তার বেশি বয়সি ব্যক্তিদের জন্য় দেখার ৷ বর্তমানে সিনেমাটির মুক্তিতে স্থগিতাদেশ দিয়েছে ৷ কিছু সম্প্রদায়ের মানুষ সিনেমা মুক্তিতে আপত্তি করায় পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্য়ান্ড সেন্সর বোর্ড । আর এই স্থগিতাদেশ প্রসঙ্গে প্রাক্তন নিউজিল্যান্ডের ডেপুটি প্রধানমন্ত্রী উইনস্টন পিটার্স মুখ খুলেছেন (Ex New Zealand Deputy PM on Kashmir Files) ৷

আরও পড়ুন:Sedin Kuasha chilo: নাতনির সঙ্গে এক ফ্রেমে পরাণ, আসছে অর্ণব মিদ্যার ‘সেদিন কুয়াশা ছিল’

উইনস্টন পিটার্স 'কাশ্মীর ফাইলস' সেন্সরডকে নিউজিল্যান্ডবাসীদের স্বাধীনতার উপর আক্রমণ বলে ব্য়াখ্য়া করেছেন ৷ তিনি বলেন ‘'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) যেখানে আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত এবং বিশ্বের আরও অনেক দেশে দেখানো হচ্ছে, সেখানে নিউজিল্যান্ডে কেন দেখানো হবে না ৷’’ এখন পর্যন্ত সিনেমাটি 1.1 বিলিয়ন মানুষ দেখেছেন বলে তিনি তাঁর ফেসবুক পেজে লেখেন ।

Ex New Zealand Deputy PM's Quote

তিনি আরও বলেন, ‘‘ছবিটি 1990 সালে কাশ্মীরে হিন্দুদের জাতিগত নির্মূলের ঘটনাকে ঘিরে সত্য এবং বাস্তব নিয়ে ৷ আজও 400,000 এর বেশি কাশ্মীর পণ্ডিত 32 বছর পর নির্বাসিত রয়েছে নিজেদের জন্মভূমি ছেড়ে ৷’’

উইনস্টন পিটার্স তার সোশ্য়াল মিডিয়ায় লেখেন, "এই সিনেমাটিকে সেন্সর করা নিউজিল্যান্ডে ঘটে যাওয়া 15 মার্চের নৃশংসতার তথ্য বা ছবি সেন্সর করার সমতুল্য ৷ অথবা 9/11-এর হামলার সমস্ত চিত্র মানুষের কাছ থেকে মুছে ফেলার সমান ।"

আরও পড়ুন:Vickat Family Dinner : পরিবারের সঙ্গে ভিক্যাটের নৈশভোজের ছবি ভাইরাল, প্রশংসা নেটাগরিকদের

সিনেমাটিকে আটকানোর এই প্রচেষ্টা নিউজিল্যান্ডবাসী এবং বিশ্বব্যাপী মানুষের স্বাধীনতার উপর আরও একটি আক্রমণের সমান হবে বলে উল্লেখ করেন প্রাক্তন ডেপুটি প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন:Anushka Sharma : আর প্রযোজনা নয়, 'প্রথম প্রেম'-এর কাছে ফিরলেন অনুষ্কা

প্রসঙ্গত, ছবি মুক্তির পর থেকেই বিতর্ক পিছু ছাড়েনি 'দ্য কাশ্মীর ফাইলস'-এর । তবে বক্স অফিসে তুমুল ব্যবসা করছে এই ছবি । একদিনে সবথেকে বেশি ব্যবসা করে ছবিগুলির মধ্যে নাম লেখাতে চলেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’।

ABOUT THE AUTHOR

...view details