পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

First Manned Space Mission of ISRO: ইসরোর প্রথম মানববাহী মহাকাশ অভিযানের অংশ প্রাক্তন নৌসেনা কমান্ডার - Gaganyaan Manned Space Mission

Ex-Naval officer will Part of ISRO Gaganyaan Manned Space Mission: ইসরোর প্রথম মানববাহী মহাকাশ অভিযানের অংশ হবেন প্রাক্তন নৌসেনা কমা অভিলাশ টমি ৷ আজ প্রাক্তন নৌ-সেনা আধিকারিক নিজে একথা জানিয়েছেন টুইটারে ৷

First Manned Space Mission of ISRO ETV BHARAT
First Manned Space Mission of ISRO

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 3:24 PM IST

কোচি, 23 অগস্ট: ভারতের প্রথম মানববাহী মহাকাশ অভিযান ‘গগনযান’-এর অংশ হতে চলেছেন ভারতীয় নৌসেনার প্রাক্তন কমান্ডার অভিলাশ টমি ৷ কেরলের এই প্রাক্তন নৌসেনা আধিকারিক বর্তমানে একা একা বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন ৷ অভিলাশ টমি সোশাল মিডিয়ায় এ বিষয়ে জানিয়ে পোস্ট করেছেন ৷ তিনি জানিয়েছেন, ইতিমধ্যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে এ নিয়ে তাঁর কথা হয়েছে ৷ যেখানে গগনযানে করে মহাকাশে যাওয়ার বিষয়ে তাঁর আলোচনা হয়েছে ৷

তবে, শুধু গগনযান নয়, ভারতীয় নৌসেনার গভীরে সমুদ্রে পরবর্তী প্রয়োগের বিষয়েও অভিলাশ টমির সঙ্গে আলোচনা হয়েছে ৷ যার অংশ হতে চলেছেন নৌসেনার প্রাক্তন কমান্ডার ৷ জলে ও মহাকাশে দুই অভিযানের অংশ হবেন ভেবেই তিনি রোমাঞ্চিত বলে জানান তিনি ৷ অভিলাশ লিখেছেন, ‘‘একই সঙ্গে সমুদ্র এবং মহাকাশ অভিযান নিয়ে আলোচনা করতে পেরে উত্তেজিতবোধ করছি ৷ এই দু’টি আমার হৃদয়ের খুব কাছের ৷ এর অজানা পরিণতি নিয়ে খুবই রোমাঞ্চ অনুভব করছি ৷’’

‘গগনযান’ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ, ইসরোর ফ্ল্যাগশিপ প্রজেক্ট ৷ যেখানে প্রথমবার মানুষকে মহাকাশে পাঠাবে ভারত ৷ তিনজনকে মহাকাশযানে করে ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার দূরের কক্ষপথে স্থাপন করা হবে ৷ সেখানে 3 দিন রাখার পর তাঁদের নিরাপদে সমুদ্রে অবতরণ করানো হবে ৷ এই পুরো প্রজেক্টটির উদ্দেশ্য ভারতের মনুষ্যবাহী মহাকাশ অভিযানের ক্ষমতা প্রদর্শন করা ৷ আর এর জন্য নৌসেনার প্রাক্তন কমান্ডার অভিলাশ টমিকে বেছে নেওয়ার কথা ভাবছে ইসরো ৷ এর সবচেয়ে বড় কারণ তিনি প্রথম ভারতীয় হিসেবে সম্মানীয় গোল্ডেন গ্লোব রেস 2022 সম্পূর্ণ করেন এবং দ্বিতীয় হয়েছেন ৷

আরও পড়ুন:তামিলনাড়ুতে চাঁদের মাটি ! চন্দ্রাভিযানের আগে পরীক্ষা ইসরোর

আজ 23 অগস্ট সন্ধ্যে 6টা 4 মিনিটে চাঁদের দক্ষিণ মেরুর মাটি ছোঁয়ার কথা চন্দ্রযান-3 এর ৷ এই প্রচেষ্টা সফল হলে, ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফল মহাকাশ অভিযান করবে ৷ আর সেই দিনেই ইসরোর আরও একটি মহাকাশ অভিযানের প্রস্তুতির খবর দেশবাসীকে গর্বিত করেছে ৷ (খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details