পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Ex Mr India Arrested : হার ছিনতাই করে শ্রীঘরে প্রাক্তন মিস্টার ইন্ডিয়া

গত বৃহস্পতিবার ছিনতাইয়ের ঘটনাটি ঘটে চেন্নাইয়ে ৷ অভিযুক্ত ব্যক্তির নাম মহম্মদ ফয়জল ৷ তার বয়স 22 বছর ৷ বিটেক ডিগ্রি রয়েছে ৷ 2019 সালে মিস্টার ইন্ডিয়া খেতাব জয়ী (Ex Mr India Arrested For Chain Snatching Crime) ।

robbery case
robbery

By

Published : Mar 21, 2022, 6:55 PM IST

চেন্নাই, 21 মার্চ : ছিল মিস্টার ইন্ডিয়া, হল ছিনতাইবাজ ৷ ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে গত বৃহস্পতিবার ৷ অভিযুক্ত ব্যক্তির নাম মহম্মদ ফয়জল ৷ তার বয়স 22 বছর ৷ বিটেকে ডিগ্রি রয়েছে ফয়জলের (Ex Mr India Arrested For Chain Snatching Crime) ৷

আরও পড়ুন :Behala woman fire : মারধর করে নগ্ন ছবি পোস্ট, বেহালায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা মহিলার

17 মার্চ রত্নাদেবী (58) নামে এক মহিলার 10 গ্রামের সোনার হার ছিনতাই করে ফয়জল বলে অভিযোগ । চেন্নাইয়ের মান্নাদি এলাকা থেকে ফয়জলকে গ্রেফতার করে পুলিশ ৷ রত্নাদেবীর অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয় ৷ সিসিটিভির প্রমাণের মাধ্য়মে পুলিশ ফয়জলকে আটক করে জেল হেফাজতে পাঠিয়েছে ।

ইতিমধ্যে, ফয়জল 2020 সালে স্নাতক সম্পন্ন করেছে । তিনি একজন বডি বিল্ডার এবং 2019 সালে মিস্টার ইন্ডিয়া খেতাব জেতেন ।

আরও পড়ুন :asphyxiation death Delhi: দিল্লিতে দোকানের বেসমেন্টে রহস্যমৃত্যু 2 জনের

বিটেকে স্নাতক মহম্মদ ফয়জল কি করে ছিনতাইবাজ হয়, তা ভেবে একটু বিস্মিত হয় পুলিশ ৷ তারপর পুলিশ জেরায় জানতে পারা যায় স্নাতক শেষ করে মোবাইল ফোন বিক্রির ব্যবসা শুরু করে ফয়জল । কিন্তু করোনার জেরে ব্য়বসায় সে ব্যাপক ক্ষতির মুখে পড়ে । পাওনাদারদের পাওনা পরিশোধ করতে ব্যর্থ হয় ফয়জল ৷ আর তাই আর্থিক সংকট কাটিয়ে উঠতেই ছিনতাইয়েরর পথ বেছে নেয় ফয়জল ৷

ABOUT THE AUTHOR

...view details