বেঙ্গালুরু(কর্ণাটক), 17 এপ্রিল:কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেল গেরুয়া শিবির ৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তার সোমবার কংগ্রেসের হাত ধরলেন ৷ একদিন আগেই বিজেপির সঙ্গ ছাড়ার কথা ঘোষণা করেন তিনি । এদিন সকালে কংগ্রেসের বেঙ্গালুরুর কার্যালয়ে পৌঁছন তিনি ৷ সেখানেই প্রদেশ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কর্ণাটক কংগ্রেস প্রধান ডি কে শিবকুমারের উপস্থিতিতে হাত শিবিরে যোগদান করলেন জগদীশ শেত্তার ৷ অবশ্য বিজেপি ছাড়লেও এখনও বিধায়ক পদে রয়েছেন তিনি ৷ কিন্তু স্পীকার বাইরে থাকায় তাঁর কাছে পদত্যাগ পত্র জমা দিতে পারেননি বলে জানিয়েছিলেন জগদীশ শেত্তার ৷ তবে তিনি বিধানসভা থেকেও পদত্যাগ করবেন ৷
সোমবার কর্ণাটক কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "জগদীশ শেত্তারের কাছ থেকে কোনও দাবি থাকবে না । আমরা কিছু অফারও করি না । তাঁকে দলের (জগদীশ শেত্তার) নীতি ও নেতৃত্বের সঙ্গে একমত হতে হবে । আমরা দেশকে ঐক্যবদ্ধ রাখতে চাই এবং শুধুমাত্র কংগ্রেসই তা করতে পারে ।" কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে জগদীশ শেত্তারের কংগ্রেসে যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকমহল ৷
হুবলি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের তরফে জগদীশ শেত্তারকে একটি বিশিষ্ট স্থান দেওয়া হবে বলে মনে করা হচ্ছে । মল্লিকার্জুন খাড়গে এদিন প্রথমে তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান এবং তারপর ভেনুগোপাল জগদীশ শেত্তারকে দলীয় পতাকা দেন । এই যোগদান অনুষ্ঠানে খাড়গে বলেন, "কংগ্রেস জগদীশ শেত্তারকে স্বাগত জানায় এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর আত্মসম্মান বজায় রাখতে কংগ্রেস দলের আদর্শকে গ্রহণ করেছেন ।"