কলকাতা, 24 ডিসেম্বর : জাতীয়স্তরে শক্তিবৃদ্ধির ক্ষেত্রে প্রথম ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস ৷ মাত্র তিন মাসেই গোয়ায় তৃণমূলের প্রতি মোহভঙ্গ হল এক প্রাক্তন বিধায়কের ৷ শুক্রবারই তিনি ঘাসফুল শিবির ছাড়ার ঘোষণা করলেন (ex goa mla lavoo mamledar announces to quit tmc) ৷ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছাড়ার আগে বিস্ফোরক সব অভিযোগ করে গেলেন ৷
গত সেপ্টেম্বরে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা লুইজিনহো ফেলেইরো তৃণমূলে যোগদান করেন ৷ তাঁর সঙ্গে ও পরে বেশ কয়েকজন তৃণমূলে আসেন ৷ সেই দলেই ছিলেন গোয়ার পন্ডার প্রাক্তন বিধায়ক লাভু মামলেদার ৷ শুক্রবার তিনিই তৃণমূল ত্যাগের কথা ঘোষণা করেছেন ৷
সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য প্রতি মাসে 500 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করে ৷ কিন্তু গোয়ায় তারা প্রতি মাসে 5 হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ৷ যা একেবারেই অসম্ভব ৷
তাঁর মতে, যখন কোনও দল হেরে যাবে বুঝতে পারে, তখনই মিথ্যা প্রতিশ্রুতি দেয় ৷ তৃণমূল কংগ্রেস গরিবদের বোকা বানাচ্ছে ৷ তাই তিনি তৃণমূলের সঙ্গে থাকতে চান না বলে জানিয়েছেন ৷ একই সঙ্গে তিনি তৃণমূলের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগও তুলেছেন ৷