হাইলাকান্দি (অসম), 26 অগস্ট: মহাত্মা গান্ধির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ৷ গ্রেফতার করা হয় বাংলা দৈনিকের প্রাক্তন সম্পাদককে ৷ তাঁর নাম অতীন দাস ৷ তিনি অসমের বরাক ভ্যালিতে একটি জনপ্রিয় বাংলা দৈনিকের প্রাক্তন সম্পাদক ছিলেন ৷ তবে পরে অবশ্য তাঁকে জামিনে ছেড়ে দেওয়া হয় বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন ।
হাইলাকান্দি সদর থানায় কংগ্রেস নেতা সামসুদ্দিন বারলাস্করের একটি এফআইআর দায়ের করেছিলনে ৷ সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার কাছাড় জেলার শিলচরে তাঁর বাড়ি থেকে অতীনকে গ্রেফতার করা হয়েছিল ৷ সাব-ইন্সপেক্টর ফারুক হুসেন এমনটাই জানিয়েছেন । প্রবীণ সাংবাদিক 14 অগস্ট 'বিভাজন বিভীষিকা দিবস' উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন ৷ সেখানেই তিনি মহাত্মা গান্ধির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে । তিনি স্বাধীনতার প্রতি মহাত্মা গান্ধির অবদান নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং তাঁর বিরুদ্ধে জনগণের একটি অংশকে খুশি করার অভিযোগ করেছিলেন । এরপরেই অতীন দাসের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানার দ্বারস্থ হন ওই কংগ্রেস নেতা ৷