পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

De-recognition of AAP: কেজরির দলের স্বীকৃতি বাতিলের দাবিতে কমিশনকে চিঠি অবসরপ্রাপ্ত আমলাদের - অবসরপ্রাপ্ত আমলা

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল আম আদমি পার্টির স্বীকৃতি বাতিলের (De-recognition of AAP) দাবিতে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন অবসরপ্রাপ্ত আমলাদের একাংশ (Ex-bureaucrats write to Election Commission)৷

Ex-bureaucrats write to Election Commission, seek de-recognition of AAP
কেজরির দলের স্বীকৃতি বাতিলের দাবিতে কমিশনকে চিঠি অবসরপ্রাপ্ত আমলাদের

By

Published : Sep 16, 2022, 12:47 PM IST

নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (De-recognition of AAP) দ্বারস্থ হলেন একদল অবসরপ্রাপ্ত আমলা (Ex-bureaucrats write to Election Commission)৷ কেজরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁর দল আম আদমি পার্টির স্বীকৃতি কেড়ে নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা ৷ গুজরাতে আপ সরকারি কর্মচারীদের দলের কাজ করার জন্য প্ররোচিত করে বিধিভঙ্গ করেছে বলে অভিযোগ প্রাক্তন আমলাদের (Ex-bureaucrats write to EC)৷ সেই কারণেই আপের স্বীকৃতি বাতিলের দাবি জানিয়ে কমিশনকে চিঠি লিখেছেন তাঁরা (Arvind Kejriwal)৷

কর্নাটকের প্রাক্তন অতিরিক্ত মুখ্যসচিব এম মদন গোপাল জানিয়েছেন, অবসরপ্রাপ্ত আমলাদের একটি দল এ বিষয়ে কমিশনকে জানিয়ে অভিযোগ করেছে যে, নির্বাচনী প্রতীকের 1এ ধারা ভঙ্গ করেছে আম আদমি পার্টি ৷ তিনি বলেছেন, "সাংবাদিক সম্মেলনে তিনি (কেজরিওয়াল) যা বলেছিলেন, তা একেবারেই ঠিক নয় ৷ আমরা যাঁরা সংবিধানে বিশ্বাস রাখি, তাঁরা এতে বিরক্ত হয়েছি ৷ এ ধরনের ভারসাম্যহীন ও বিতর্কিত মন্তব্য তাও আবার একজন মুখ্যমন্ত্রীর থেকে, এটা আশা করা যায় না ৷"

আরও পড়ুন:সিবিআইকে স্বাগত জানাচ্ছি, সিসোদিয়ার বাড়িতে রেইডে অবিচল কেজরি

প্রাক্তন আমলার কথায়, "নির্বাচনের আগে প্রচার তাঁর অধিকার ৷ তবে গণপরিবহণ সংস্থার চালক ও কন্ডাক্টরদের এবং পুলিশকর্মীদের নির্দিষ্ট একটি দলের হয়ে কাজ করার জন্য আবেদন করা ঠিক নয় ৷ সরকারি কর্মচারীদের কোনও দলের হয়ে কাজ করার কথা নয় ৷ আমাদের একটা কোড অফ কন্ডাক্ট রয়েছে এবং আমরা দেশের সংবিধানের কাছে দায়বদ্ধ ৷ এ ধরনের ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভালো নয় ৷" গোপালের কথায়, অরবিন্দ কেজরিওয়াল নিজেও একজন সরকারি আধিকারিক ছিলেন, তাঁর জানা উচিত কী করা যায় আর কী করা যায় না ৷

বৃহস্পতিবার এই মর্মে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন 56 জন অবসরপ্রাপ্ত আমলা ৷ চিঠিতে যাঁরা স্বাক্ষর করেছেন তাঁদের মধ্যে আইএএস, আইএফএস ও অন্যান্য অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকরা রয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details