পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sanjay Sen thoughts on ISL derby: এটিকে মোহনবাগান এগিয়ে, তবে লাল-হলুদকেও উড়িয়ে দিচ্ছেন না সঞ্জয় সেন - sanjay sen shared his thoughts on the isl derby

ডার্বিতে কেউ এগিয়ে পিছিয়ে থেকে নামে না । খাতায় কলমে এটিকে মোহনবাগান এই মুহূর্তে এসসি ইস্টবেঙ্গলের থেকে এগিয়ে থাকলেও গত বছরের তুলনায় এসসি ইস্টবেঙ্গল অনেক ভাল করবে ৷ এমনটাই মত এটিকে মোহনবাগানের প্রাক্তন সহকারী কোচ সঞ্জয় সেনের ৷

derby
sanjay sen

By

Published : Nov 27, 2021, 1:21 PM IST

কলকাতা, 27 নভেম্বর :"ডার্বিতে কেউ এগিয়ে পিছিয়ে থেকে নামে না । খাতায়-কলমে এটিকে মোহনবাগান এই মুহূর্তে এসসি ইস্টবেঙ্গলের থেকে এগিয়ে । বিদেশি ফুটবলার, কোচ সব মিলিয়ে এসসি ইস্টবেঙ্গল দলটা পুরোটাই নতুন দল । অন্যদিকে এটিকে মোহনবাগান পুরানো দল ধরে রেখেছে । তিনজন ফুটবলার যোগ হয়েছে । তবে ডার্বিটা খুব তাড়াতাড়ি হচ্ছে । গত বছরের তুলনায় এসসি ইস্টবেঙ্গল অনেক ভাল করবে বলতে পারি," এভাবেই ডার্বি নিয়ে আগাম পূর্বাভাস সঞ্জয় সেনের । আইএফএ শিল্ডের খেলা দেখতে মাঠে এসেছিলেন । আর সেখানেই ডার্বি নিয়ে এই বিশ্লেষণ এটিকে মোহনবাগানের প্রাক্তন সহকারী কোচের । তাঁর মতে, ডার্বি এমন একটি খেলা যেখানে আগে কিছু বলে ফেলা কঠিন ।

তবে ধারে ভারে এক শতাংশ হলেও এটিকে মোহনবাগান যে এগিয়ে সে ব্যাপারে তাঁর কোনও সন্দেহ নেই । দু‘টি দলই একটি করে ম্যাচ খেলেছে। তার নিরিখে সঞ্জয় সেন মনে করেন, "প্রথম ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের মাঝমাঠের খেলায় খামতি চোখে পড়েছে । যে সৃষ্টিশীলতা দরকার তা দেখা যায়নি। তবে ডার্বিতে এই মাঝমাঠ খেলবে না। শুরুতে অমরজিৎ, জ্যাকিচাঁদ, আদিল খানদের ব্যবহার করবেন লাল হলুদ কোচ । হয়তো সেটাই সারপ্রাইজ এলিমেন্ট হবে । দলের মাঝমাঠ যে ভাল খেলেনি তা মানোলো দিয়াজ জানেন । সেইভাবেই প্রস্তুতি নেবেন ।"
এটিকে মোহনবাগানের সাজঘরে নাড়িনক্ষত্র জানা সঞ্জয় সেনের । তার চোখে কেমন এই মরশুমের সবুজ-মেরুন ? তিনি বলেন, "দেখ আক্রমণ ভাগটা আরও ভাল হতে পারত । হুগো বুমোস, লিস্টন কোলাসোর মত ফুটবলার যোগ হয়েছে । তবে উল্টো দিকে রক্ষণ নিয়ে চিন্তা থাকবে । তারা চারটে গোল করতে পারে কিন্তু দু‘টো গোল খেয়েছে । এটা এসসি ইস্টবেঙ্গল কোচের নজরে থাকবে। কীভাবে তারা গোল খেয়েছে সেটাও নজরে রেখে এগোবে নিশ্চয়ই । অন্যদিকে হাবাস বলেছেন তিনি অখুশি । গোল হজম করলে তিনি খুশি হন না । গোল কি খাবে না ? তবে তা ইতিবাচক দিক নয় । আক্রমণ ভাগের শক্তি বেড়েছে নিঃসন্দেহে । সেরা অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বুমোস দলে রয়েছে। চারবছর ভারতীয় ফুটবলে খেলছে ফরাসি ফুটবলারটি । এখানকার ধরন ওর জানা।"
কিন্তু সবুজ-মেরুন রক্ষণে সন্দেশ ঝিঙ্গানের অনুপস্থিতিতে শূন্যস্থান তৈরি হয়েছে। তা কীভাবে ভরাট হবে তা বড় পরীক্ষা হাবাসের কাছে । কিন্তু স্প্যানিশ কোচের প্রাক্তন বাঙালি ডেপুটি বলছেন, "ভারতের আরও একটা ডিফেন্ডারের নাম বল । চিং লেন সানা, সন্দেশ ঝিঙ্গান ভারতীয় দলে খেলে । তৃতীয় নামটা বল ? ফুটবলার এভাবেই উঠে আসে । তবে এটা বলব ভারতীয়দের সামনে বড় সুযোগ । সাতজন ভারতীয় প্রথম একাদশে । লিস্টন কোলাসো ভাল খেলোয়াড়।এভাবেই আরও কিছু নাম উঠে আসবে।"
তাই ডার্বির আগে এটিকে মোহনবাগানকে এগিয়ে রাখলেও এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে আশার আলো দেখছেন সঞ্জয় সেন।


For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details