হরিয়ানা, 8 জানুয়ারি: র (RAW)-এর প্রাক্তন প্রধান এএস দুলাতের পর এ বার প্রাক্তন সেনাপ্রধান (Ex Army chief) জেনারেল দীপক কাপুরের (Deepak Kapoor) নেতৃত্বে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত বেশকয়েকজন অফিসার যোগ দিলেন রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় ৷ রবিবার হরিয়ানার কুরুক্ষেত্রে রাহুলের ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) পা মেলান তাঁরা ।
জেনারেল দীপক কাপুরের সঙ্গে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল আরকে হুডা, লেফটেন্যান্ট জেনারেল ভিকে নারুলা, লেফটেন্যান্ট জেনারেল ডিডিএস সান্ধু, এয়ার মার্শাল পিএস ভাঙ্গু, মেজর জেনারেল সতবীর সিং চৌধুরী, মেজর জেনারেল ধর্মেন্দ্র সিং, মেজর জেনারেল বিশম্ভর দয়াল, কর্নেল জিতেন্দর গিল, কর্নেল পুষ্পেন্দর সিং এবং কর্নেল রোহিত চৌধুরী । তাঁরা প্রত্যেকেই অবসরপ্রাপ্ত ৷
রাহুল গান্ধি কেন্দ্রের আনা অগ্নিবীর প্রকল্পের বিরোধিতা করেছেন ৷ সে জন্য তাঁর ভারত জোড়ো যাত্রায় যোগ দেওয়ার ব্যাপারে উৎসাহ দেখা গিয়েছে প্রাক্তন সেনা অফিসারদের মধ্যে ৷ অগ্নিবীর নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চাঁছাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছে কংগ্রেস ৷ তাঁর যাত্রা চলাকালীন হরিয়ানার পানিপথে একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে রাহুল বলেছেন যে, "আগে একজন সৈনিক 15 বছর ধরে দেশকে পরিষেবা দিতেন ৷ তাঁদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হত এবং অবসরের পর যথাযোগ্য সুবিধা দেওয়া হত ৷ কিন্তু এখন 5 বছর পরই সেনা বেকার হবেন ৷"