পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bharat Jodo Yatra: রাহুলের ভারত জোড়ো যাত্রায় হাঁটলেন প্রাক্তন সেনাপ্রধান দীপক কাপুর - Rahul Gandhi

রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) যোগ দিলেন প্রাক্তন সেনাপ্রধান (Ex Army chief) দীপক কাপুর (Deepak Kapoor)৷ তাঁর নেতৃত্বে আরও বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার হরিয়ানায় যাত্রায় পা মেলান ৷

Deepak Kapoor Rahul Gandhi ETV Bharat
ভারত জোড়ো যাত্রা

By

Published : Jan 8, 2023, 7:33 PM IST

হরিয়ানা, 8 জানুয়ারি: র (RAW)-এর প্রাক্তন প্রধান এএস দুলাতের পর এ বার প্রাক্তন সেনাপ্রধান (Ex Army chief) জেনারেল দীপক কাপুরের (Deepak Kapoor) নেতৃত্বে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত বেশকয়েকজন অফিসার যোগ দিলেন রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় ৷ রবিবার হরিয়ানার কুরুক্ষেত্রে রাহুলের ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) পা মেলান তাঁরা ।

জেনারেল দীপক কাপুরের সঙ্গে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল আরকে হুডা, লেফটেন্যান্ট জেনারেল ভিকে নারুলা, লেফটেন্যান্ট জেনারেল ডিডিএস সান্ধু, এয়ার মার্শাল পিএস ভাঙ্গু, মেজর জেনারেল সতবীর সিং চৌধুরী, মেজর জেনারেল ধর্মেন্দ্র সিং, মেজর জেনারেল বিশম্ভর দয়াল, কর্নেল জিতেন্দর গিল, কর্নেল পুষ্পেন্দর সিং এবং কর্নেল রোহিত চৌধুরী । তাঁরা প্রত্যেকেই অবসরপ্রাপ্ত ৷

রাহুল গান্ধি কেন্দ্রের আনা অগ্নিবীর প্রকল্পের বিরোধিতা করেছেন ৷ সে জন্য তাঁর ভারত জোড়ো যাত্রায় যোগ দেওয়ার ব্যাপারে উৎসাহ দেখা গিয়েছে প্রাক্তন সেনা অফিসারদের মধ্যে ৷ অগ্নিবীর নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চাঁছাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছে কংগ্রেস ৷ তাঁর যাত্রা চলাকালীন হরিয়ানার পানিপথে একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে রাহুল বলেছেন যে, "আগে একজন সৈনিক 15 বছর ধরে দেশকে পরিষেবা দিতেন ৷ তাঁদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হত এবং অবসরের পর যথাযোগ্য সুবিধা দেওয়া হত ৷ কিন্তু এখন 5 বছর পরই সেনা বেকার হবেন ৷"

আরও পড়ুন:ভারত জোড়োয় বিপুল সাড়া উত্তর ভারতে, উচ্ছ্বসিত রাহুল

রাহুল আরও বলেন যে, পানিপথ এক সময় মাঝারি নির্মাতাদের হাব ছিল ৷ কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে বিমুদ্রাকরণ ও জিএসটির কারণে, যেগুলি নীতি ছিল না ৷ এগুলি ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ধ্বংস করার অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে বলে তোপ দাগেন রাহুল ৷ কংগ্রেস নেতা অভিযোগ করেন যে, দেশের সম্পদ 200 থেকে 300 লোকের হাতে চলে গিয়েছে ৷

ভারত জোড়ো যাত্রা বর্তমানে হরিয়ানায় রয়েছে ৷ সেখান থেকে এটি পঞ্জাব, হিমাচল প্রদেশ হয়ে শেষ হবে জম্মু ও কাশ্মীরে ৷

ABOUT THE AUTHOR

...view details