রামপুর(হিমাচল), 13 নভেম্বর: সিমলা জেলার রামপুর আসনে অবৈধভাবে ব্যক্তিগত গাড়িতে ইভিএম 'নিয়ে যাওয়ায়' পোলিং পার্টিকে সাস্পেন্ড করা হয়েছে । দত্তনগরে এই পোলিং পার্টি মোতায়েন ছিল । অভিযোগ পেয়ে রামপুরের এসডিএম ও ডিএসপি এই ব্যবস্থা নিয়েছেন । ব্যক্তিগত গাড়িতে করে ইভিএম নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ । তদন্তের পরে এসডিএম দেখতে পান যে ভোটদানকারী দলটি বেআইনিভাবে একটি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে ইভিএম নিয়ে যাচ্ছে (EVM Carrying in private car in himachal) ৷ তার পরে পোলিং পার্টির 6 সদস্যকে বরখাস্ত করা হয়েছে ।
প্রসঙ্গত, শনিবার হিমাচল প্রদেশের 68টি আসনে ভোট হয়েছে । ভোটের পর রামপুরে ব্যক্তিগত গাড়িতে ইভিএম পাওয়ার বিষয়টি সামনে এসেছে (EVM machines found in private vehicle in Rampur) । কংগ্রেস নেত্রী অলকা লাম্বাও এই নিয়ে টুইট করেন (Alka Lamba Tweet) । তিনি টুইটে লেখেন, "ফের একবার হিমাচলের রামপুরে একটি ব্যক্তিগত গাড়িতে ইভিএম পাওয়া গিয়েছে । লোকজন গাড়ি ঘেরাও করে রেখেছে । পুলিশের জন্য অপেক্ষা করা হচ্ছে ৷ এখন আইনশৃঙ্খলা রক্ষা করা পুলিশ প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ ।"
অন্য একটি টুইটে অলকা লাম্বা লেখেন, "গণতন্ত্রের হত্যাকাণ্ড । এ বিষয়েও কি নির্বাচন কমিশন কোনও ব্যাখ্যা দেবে? নির্বাচন কমিশনের কাছে উত্তর চাইছে হিমাচল কংগ্রেস । নির্বাচন কমিশন নীরবতা পালন করেছে ।" (Alka Lamba Tweet on himachal Election)