পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Himachal Assembly Elections 2022: ভোট মিটতেই রামপুরে গাড়িতে উদ্ধার ইভিএম, বরখাস্ত 6 - পোলিং পার্টি সাস্পেন্ড

শনিবার 2022 সালের হিমাচল বিধানসভা নির্বাচনের ভোট হয়েছে ৷ আর তারপরেই এবার ইভিএম মেশিন পাওয়ার ঘটনা সামনে এসেছে । রামপুরে ব্যক্তিগত গাড়ি থেকে উদ্ধার হয়েছে ইভিএম মেশিন ৷ কংগ্রেস নেত্রী অলকা লাম্বা টুইট করে এই তথ্য জানিয়েছেন । একইসঙ্গে বিষয়টি সামনে আসার পর ইভিএম নিয়ে যাওয়া পোলিং পার্টিকে সাস্পেন্ড করা হয়েছে বলে খবর (EVM machines found in private vehicle in Rampur) ।

Himachal Assembly Elections 2022
Himachal Assembly Elections 2022

By

Published : Nov 13, 2022, 10:21 AM IST

Updated : Nov 13, 2022, 10:45 AM IST

রামপুর(হিমাচল), 13 নভেম্বর: সিমলা জেলার রামপুর আসনে অবৈধভাবে ব্যক্তিগত গাড়িতে ইভিএম 'নিয়ে যাওয়ায়' পোলিং পার্টিকে সাস্পেন্ড করা হয়েছে । দত্তনগরে এই পোলিং পার্টি মোতায়েন ছিল । অভিযোগ পেয়ে রামপুরের এসডিএম ও ডিএসপি এই ব্যবস্থা নিয়েছেন । ব্যক্তিগত গাড়িতে করে ইভিএম নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ । তদন্তের পরে এসডিএম দেখতে পান যে ভোটদানকারী দলটি বেআইনিভাবে একটি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে ইভিএম নিয়ে যাচ্ছে (EVM Carrying in private car in himachal) ৷ তার পরে পোলিং পার্টির 6 সদস্যকে বরখাস্ত করা হয়েছে ।

প্রসঙ্গত, শনিবার হিমাচল প্রদেশের 68টি আসনে ভোট হয়েছে । ভোটের পর রামপুরে ব্যক্তিগত গাড়িতে ইভিএম পাওয়ার বিষয়টি সামনে এসেছে (EVM machines found in private vehicle in Rampur) । কংগ্রেস নেত্রী অলকা লাম্বাও এই নিয়ে টুইট করেন (Alka Lamba Tweet) । তিনি টুইটে লেখেন, "ফের একবার হিমাচলের রামপুরে একটি ব্যক্তিগত গাড়িতে ইভিএম পাওয়া গিয়েছে । লোকজন গাড়ি ঘেরাও করে রেখেছে । পুলিশের জন্য অপেক্ষা করা হচ্ছে ৷ এখন আইনশৃঙ্খলা রক্ষা করা পুলিশ প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ ।"

অন্য একটি টুইটে অলকা লাম্বা লেখেন, "গণতন্ত্রের হত্যাকাণ্ড । এ বিষয়েও কি নির্বাচন কমিশন কোনও ব্যাখ্যা দেবে? নির্বাচন কমিশনের কাছে উত্তর চাইছে হিমাচল কংগ্রেস । নির্বাচন কমিশন নীরবতা পালন করেছে ।" (Alka Lamba Tweet on himachal Election)

রামপুর বুশহরে ইভিএম পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস কর্মীরা । শনিবার সন্ধ্যায় রামপুর, দত্তনগর সংলগ্ন পঞ্চায়েতের ভোট শেষ হওয়ার পর একটি ব্যক্তিগত গাড়িতে করে রামপুর স্ট্রং রুমে ইভিএম মেশিন আনা হচ্ছিল । এদিকে রামপুর কংগ্রেস কর্মীরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছন ৷ গাড়িটি জাতীয় সড়ক-5-এ থামানো হয় । কংগ্রেস কর্মীরা জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন । অন্যদিকে রামপুরের প্রার্থী নন্দলালও ঘটনাস্থলে পৌঁছন । একইসঙ্গে প্রশাসনের তরফে কর্মীদের আশ্বাস দেওয়া হয়, বিষয়টি খতিয়ে দেখা হবে ৷ পরে বিষয়টি মীমাংসা হয়ে যায় (Himachal Assembly Elections 2022) ।

আরও পড়ুন:বাবার শেষকৃত্য সেরে ভোট দিলেন হিমাচলের তিন ভাই !

ইভিএম পাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর এসডিএম তত্ত্বাবধানে এই মেশিনগুলিকে রামপুর স্ট্রং রুমে নিয়ে এসে পরীক্ষা করা হয় । তদন্তে মেশিনগুলি সঠিক অবস্থায় পাওয়া গিয়েছে । রামপুর সংলগ্ন এলাকা দত্তনগর থেকে এসব মেশিন আনা হচ্ছিল । জানা গিয়েছে, কর্মচারীরা তাদের ব্যক্তিগত গাড়িতে করে এসব মেশিন নিয়ে আসছিলেন । রামপুরের পর্যবেক্ষক ভাবনা গর্গ জানান, রবিবার ফের তদন্ত করা হবে । কারও গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে ।

Last Updated : Nov 13, 2022, 10:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details