নয়াদিল্লি, 31 মে : 2021-এর মধ্যেই দেশের সকলে কোভিডের ভ্যাকসিন পাবেন বলে জানাল কেন্দ্র ৷ সোমবার সকালে কেন্দ্রীয় সরকারে তরফে সুপ্রিম কোর্টকে জানানো হয়, ভারতের সব নাগরিক চলতি বছরের শেষ নাগাদ করোনার টিকা পেয়ে যাবেন ৷
চলতি বছরের মধ্যেই সমস্ত দেশবাসীকে ভ্যাকসিন, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র - কোভিড-19
2021-এর মধ্যেই সমস্ত দেশবাসী কোভিডের ভ্যাকসিন পাবেন বলে সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্রীয় সরকার ৷
এদিন শীর্ষ আদালত কেন্দ্রের কাছ থেকে চলতি কোভিড ভ্যাকসিন সংক্রান্ত বিতর্কের জবাবদিহি করে ৷ বিভিন্ন ভ্যাকসিনের বিভিন্ন রকম দাম এবং ভ্যাকসিন না পাওয়ার কারণও জানতে চাওয়া হয় ৷ একপ্রকার বলা চলে এদিন শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয় কেন্দ্রকে ৷ রাজ্যগুলিকে যেখানে 45 বছরের বেশি বয়সীদের জন্য 100 শতাংশ ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেখানে 18 থেকে 44 অবধি মাত্র 50 শতাংশ ভ্যাকসিন দেওয়া হচ্ছে কেন তাও জানতে চায় সুপ্রিম কোর্ট ৷
তবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, চলতি বছর অর্থাৎ 2021-এর শেষের দিকে সমস্ত দেশবাসী করোনার ভ্যাকসিন পেয়ে যাবেন ৷