দেরাদুন, 9 ফেব্রুয়ারি: উত্তরাখণ্ডে দিন দিন বাড়ছে এইচআইভি আক্রান্তের সংখ্যা ৷ সরকারি তথ্য অনুযায়ী, এই রাজ্যে প্রতিদিন গড়ে তিনজন করে আক্রান্ত হচ্ছেন এইচআইভি'তে ৷ এই তথ্যে চিন্তা বেড়েছে উত্তরাখণ্ড সরকার ও জেলা প্রশাসনগুলির ৷ আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে দেরাদুন ও নৈনিতাল ৷ তথ্য বলছে, গত 8 বছরে এই সংক্রমণের হার কমলেও, বেড়েছে আক্রান্তের সংখ্যা (HIV Cases in Uttarakhand) ৷
সরকারি তথ্য অনুযায়ী, উত্তরাখণ্ডে গত 8 বছরে 6 হাজার 937 জনের এইচআইভি সংক্রমণ ধরা পড়েছে ৷ যাঁদের মধ্যে বর্তমানে 5 হাজার 580 জন কেয়ার সাপোর্ট ট্রিটমেন্ট নিচ্ছেন ৷ কিন্তু চিন্তার বিষয় হল, 2022-23 অর্থবর্ষে এই রাজ্যে এইচআইভি সংক্রমণ চিন্তাজনকভাবে বেড়েছে ৷ 2022 এর এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এই সাত মাসে 739 জনের শরীরে মিলেছে এইচআইভি সংক্রমণের হদিশ ৷ অর্থাৎ, প্রতিদিন গড়ে প্রায় 3.5 জন রোগী এই সংক্রমণে আক্রান্ত হয়েছেন (HIV Cases rising in Uttarakhand) ৷