পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

HIV Cases Rising: প্রতিদিন নয়া আক্রান্ত 3! ত্রাসের চেহারা নিচ্ছে এইচআইভি - Uttarakhand HIV cases

চিন্তা বাড়াচ্ছে এইচআইভি সংক্রমণের হার (Uttarakhand HIV cases) ৷ তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে 3 জন করে এইচআইভিতে আক্রান্ত হচ্ছেন দেশের এই রাজ্যে ৷

ETV Bharat
প্রতীকী ছবি

By

Published : Feb 9, 2023, 8:23 AM IST

দেরাদুন, 9 ফেব্রুয়ারি: উত্তরাখণ্ডে দিন দিন বাড়ছে এইচআইভি আক্রান্তের সংখ্যা ৷ সরকারি তথ্য অনুযায়ী, এই রাজ্যে প্রতিদিন গড়ে তিনজন করে আক্রান্ত হচ্ছেন এইচআইভি'তে ৷ এই তথ্যে চিন্তা বেড়েছে উত্তরাখণ্ড সরকার ও জেলা প্রশাসনগুলির ৷ আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে দেরাদুন ও নৈনিতাল ৷ তথ্য বলছে, গত 8 বছরে এই সংক্রমণের হার কমলেও, বেড়েছে আক্রান্তের সংখ্যা (HIV Cases in Uttarakhand) ৷

সরকারি তথ্য অনুযায়ী, উত্তরাখণ্ডে গত 8 বছরে 6 হাজার 937 জনের এইচআইভি সংক্রমণ ধরা পড়েছে ৷ যাঁদের মধ্যে বর্তমানে 5 হাজার 580 জন কেয়ার সাপোর্ট ট্রিটমেন্ট নিচ্ছেন ৷ কিন্তু চিন্তার বিষয় হল, 2022-23 অর্থবর্ষে এই রাজ্যে এইচআইভি সংক্রমণ চিন্তাজনকভাবে বেড়েছে ৷ 2022 এর এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এই সাত মাসে 739 জনের শরীরে মিলেছে এইচআইভি সংক্রমণের হদিশ ৷ অর্থাৎ, প্রতিদিন গড়ে প্রায় 3.5 জন রোগী এই সংক্রমণে আক্রান্ত হয়েছেন (HIV Cases rising in Uttarakhand) ৷

আরও পড়ুন: 14 ফেব্রুয়ারি 'গরু আলিঙ্গন দিবস' পালন করুন ! বার্তা কেন্দ্রের

বিশেষজ্ঞরা বলছেন, করোনা পর্বের পরে এইচআইভি সংক্রণের ক্ষেত্রে এই বৃদ্ধি লক্ষণীয় ৷ 2015-16 সালে 1 লক্ষ 79 হাজার 592 জনের এইচআইভি পরীক্ষা হয় ৷ তাঁদের মধ্যে 822 জনের শরীরে এই সংক্রমণ ধরা পড়ে ৷ সেই বছর এইচআইভি সংক্রমণের হার এই রাজ্যে ছিল 0.46 শতাংশ ৷ কোভিড সংক্রমণের সময়ে 2020-21 সালে এই হার কমে দাঁড়ায় 0.19 শতাংশ ৷ সেই সময়ে 3 লক্ষ 15 হাজার 740 জনের পরীক্ষা করিয়ে এইচআইভি ধরা পড়েছিল 602 জনের ৷ কিন্তু করোনার দ্বিতীয় ওয়েভের সময়ে 2021-22 সালে এই হার বেড়ে হয় 0.24 শতাংশ ৷ 2022 সালের এপ্রিল থেকে আক্টোবর মাসের মধ্যে এই রাজ্যে এইচআইভি সংক্রমণের হার বেড়ে হয় 0.25 শতাংশ ৷ এই সময়পর্বে মোট 2 লক্ষ 90 হাজার 15 জনের করোনা পরীক্ষা হয়েছিল ৷ এই পরিস্থিতিতে এইচআইভি নিয়ে আরও প্রচার চালানোর সিদ্ধান্ত নিয়েছে এই রাজ্য ৷

ABOUT THE AUTHOR

...view details