নয়াদিল্লি, 3 মার্চ : এবার বিজেপিকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধি। আজ তিনি বলেন, যোগী রাজ্য়ে প্রত্য়েকদিন কোনও না কোনও পরিবার ন্য়ায়বিচারের জন্য় প্রার্থনা করছে।
হাথরসে কয়েকদিন আগে গুলি করে খুন করা হয় অত্য়াচারিত এক নাবালিকার বাবাকে। অভিযুক্ত ব্য়ক্তি 10 বছর আগে ওই ব্য়ক্তির মেয়েকে শ্লীলতাহানি করেছিল। ঘটনায় 10 বছর জেল খাটে সে। কয়েকদিন আগে জেল থেকে বেরিয়ে আভিযোগকারিণীর বাবাকে খুন করে।