নয়াদিল্লি, 3 নভেম্বর: দূষণে জেরবার রাজধানী দিল্লি ৷ ইতিমধ্যেই দেশের সবচেয়ে বেশি দূষিত শহর হিসেবে পরিচিতি পেয়েছে এই শহর ৷ দূষণ কমাতে বনবিভাগকে জরুরি ব্যবস্থা নিতে বলল দিল্লি হাইকোর্ট ৷ আদালতের পর্যবেক্ষণ, বনবিভাগকে অবশ্যই জরুরি ব্যবস্থা নেওয়াকে অগ্রাধিকার দিতে হবে। দিল্লিতে বাতাসের গুণমান উন্নত করতে এমন পদক্ষেপ করা জরুরি ৷
এই বিষয়ে হাইকোর্টের বিচারপতি জসমিত সিং দিল্লিতে বিকল্প বন স্থাপন এবং বনবিভাগের শূন্যপদগুলি পূরণ করার কথা বলেন। পরিস্থিতি কতটা গুরুকর তা বোঝাতে এই প্রসঙ্গে তিনি বলেন, "এই প্রবল দূষিত বায়ুতে শ্বাস নেওয়ার ফলে শিশুরা এখন থেকেই হাঁপানিতে ভুগছে ৷" এখানেই একটি বিশেষ ঘটনার কথা তুলে ধরেন বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, যে জায়গাটি দিল্লির ফুসফুস বলে বিবেচিত হয় সেখানেই সরকারি কর্মকর্তাদের সামনে গাছপালা কেটে দখলের ঘটনা ঘটছে ৷ এই ধরনের ঘটনার জন্য প্রতিটি শিশুরই এখন থেকে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে ৷ পাশাপাশি, শূন্যপদ পূরণের প্রক্রিয়া ত্বরান্বিত করতে বনবিভাগের প্রধান সচিবকে নির্দেশ দিয়েছে আদালত । এই বিষয়ে হাইকোর্ট বনবিভাগকে বলেছে, "বাতাস দূষিত হলে তা সুরক্ষিত করার দায়িত্ব আপনাদের ৷ প্রতিটি শিশুর শ্বাস নিতে সমস্যা হচ্ছে ৷"
আরও পড়ুন : নিষেধাজ্ঞা সত্ত্বেও পুড়ল আতশবাজি, দশেরার পর দিল্লিতে বাড়ল বায়ু দূষণের মাত্রা