পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Delhi Air Pollution: হাঁপানিতে ভুগছে শিশুরা, দূষণ কমাতে বনবিভাগকে জরুরি ব্যবস্থা নিতে নির্দেশ হাইকোর্টের

দিল্লির প্রবল দূষিত বায়ুতে শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে শিশুদের ৷ তারা এখন থেকেই হাঁপানিতে ভুগছে ৷ বাতাসে দূষণের মাত্রা কমাতে বনবিভাগকে জরুরি ব্যবস্থা নিতে বলল দিল্লি হাইকোর্ট ৷

Etv Bharat
দিল্লির দূষণে হাঁপানিতে ভুগছে শিশুরা

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 11:29 AM IST

Updated : Nov 3, 2023, 11:50 AM IST

নয়াদিল্লি, 3 নভেম্বর: দূষণে জেরবার রাজধানী দিল্লি ৷ ইতিমধ্যেই দেশের সবচেয়ে বেশি দূষিত শহর হিসেবে পরিচিতি পেয়েছে এই শহর ৷ দূষণ কমাতে বনবিভাগকে জরুরি ব্যবস্থা নিতে বলল দিল্লি হাইকোর্ট ৷ আদালতের পর্যবেক্ষণ, বনবিভাগকে অবশ্যই জরুরি ব্যবস্থা নেওয়াকে অগ্রাধিকার দিতে হবে। দিল্লিতে বাতাসের গুণমান উন্নত করতে এমন পদক্ষেপ করা জরুরি ৷

এই বিষয়ে হাইকোর্টের বিচারপতি জসমিত সিং দিল্লিতে বিকল্প বন স্থাপন এবং বনবিভাগের শূন্যপদগুলি পূরণ করার কথা বলেন। পরিস্থিতি কতটা গুরুকর তা বোঝাতে এই প্রসঙ্গে তিনি বলেন, "এই প্রবল দূষিত বায়ুতে শ্বাস নেওয়ার ফলে শিশুরা এখন থেকেই হাঁপানিতে ভুগছে ৷" এখানেই একটি বিশেষ ঘটনার কথা তুলে ধরেন বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, যে জায়গাটি দিল্লির ফুসফুস বলে বিবেচিত হয় সেখানেই সরকারি কর্মকর্তাদের সামনে গাছপালা কেটে দখলের ঘটনা ঘটছে ৷ এই ধরনের ঘটনার জন্য প্রতিটি শিশুরই এখন থেকে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে ৷ পাশাপাশি, শূন্যপদ পূরণের প্রক্রিয়া ত্বরান্বিত করতে বনবিভাগের প্রধান সচিবকে নির্দেশ দিয়েছে আদালত । এই বিষয়ে হাইকোর্ট বনবিভাগকে বলেছে, "বাতাস দূষিত হলে তা সুরক্ষিত করার দায়িত্ব আপনাদের ৷ প্রতিটি শিশুর শ্বাস নিতে সমস্যা হচ্ছে ৷"

আরও পড়ুন : নিষেধাজ্ঞা সত্ত্বেও পুড়ল আতশবাজি, দশেরার পর দিল্লিতে বাড়ল বায়ু দূষণের মাত্রা

আদালত মনে করে দিল্লির জনগণের পরিষ্কার বাতাসে শ্বাস নেওয়ার মৌলিক অধিকার রয়েছে ৷ সবুজ পরিবেশ তাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷ শহরের অনেক এলাকায় ইতিমধ্যেই বায়ুদূষণ বড় আকার নিয়েছে। নেহেরু নগর (402), সোনিয়া বিহার (412), রোহিণী (403), উজিরপুর (422), বাওয়ানা (403),মুণ্ডকা (407), আনন্দ বিহার (422) ও নিউ মতিবাগ (435) ৷

বৃহস্পতিবার সুইস গ্রুপের AQI দ্বারা সংকলিত বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে চিহ্নিত হয়েছে দিল্লি ৷ যার রিয়েল-টাইম তালিকায় AQI স্তর 400-এরও বেশি ৷ যেখানে নয়াদিল্লির AQI ছিল 472 আর লাহোরের AQI ছিল 267 ৷ বিশ্বের সবচেয়ে দূষিত 15টি শহরের তালিকায় মুম্বই এবং কলকাতাও রয়েছে ।

এদিকে,চলমান ক্রিকেট বিশ্বকাপের মধ্যে বায়ুর মানের এহেন অবনতি উদ্বেগ বাড়িয়েছে ৷ কারণ ক্রিকেটভক্তরা ভারতের বিভিন্ন শহরে খেলা দেখায় অংশ নেয় ৷ বিসিসিআই সম্প্রতি দূষণ মোকাবিলার ব্যবস্থা হিসাবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিতে স্টেডিয়ামের ভিতরে আতশবাজি পোড়ানো নিষিদ্ধ করেছে। খেলোয়াড়রাও দূষিত বায়ু নিয়ে তাঁদের উদ্বেগ প্রকাশ করেছেন ।

আরও পড়ুন : স্টেডিয়ামে পোড়ানো যাবে না আতসবাজি, জয় শাহের উদ্যোগে উচ্ছ্বসিত অমিতাভ

Last Updated : Nov 3, 2023, 11:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details