পুনে, 30 নভেম্বর: পুনেতে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ বৃহস্পতিবার ছেলেদের সঙ্গে মেয়েদের সমান সুযোগের পক্ষে সওয়াল করলেন তিনি ৷ এ দিন রাষ্ট্রপতি মুর্মু বলেন, "গত বছর থেকে মহিলা ক্যাডেটরাও এনডিএতে প্রশিক্ষণ শুরু করেছে । আর আজ প্রথমবার তাঁরা এই সমাবর্তনে অংশ নিয়েছে । তাই এই দিনটি ঐতিহাসিক । আমি বিশ্বাস করি সমস্ত মহিলা ক্যাডেটরা দেশের নাম এবং এনডিএকে এগিয়ে নিয়ে যাবে । আজও মেয়েদের তাদের পছন্দের ক্যারিয়ার বেছে নিতে সংগ্রাম করতে হয় । এই কারণে মহিলা ক্যাডেটরা অনেক ভাগ্যবান ৷"
ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির 145তম সমাবর্তন অনুষ্ঠান ছিল আজ ৷ এই অনুষ্ঠানে রাজ্যপাল রমেশ বাইস এবং এনডিএর অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন । এনডিএতে কঠোর প্রশিক্ষণের পরে 145তম ব্যাচ প্রকৃত পরিষেবা দিতে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেবে । পুনের এনডিএ গ্রাউন্ডে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সমাবর্তন অনুষ্ঠানটি শেষ হয় । সভাপতি দ্রৌপদী মুর্মু সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন । তিনি পাশ আউটদের শুভেচ্ছা জানান । অনুষ্ঠানে সামরিক শৃঙ্খলা, সেবা ও দেশপ্রেম দেখা গিয়েছে । এনডিএতে প্রশিক্ষণ চলাকালীন ভালো পারফর্ম করা ক্যাডেটদের অনুষ্ঠানে বিভিন্ন পদক দিয়ে সম্মানিত করা হয় এ দিন ।