পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ETV Bharat Journalist Passes Away: ইটিভি ভারতের সাংবাদিক নিবেদিতা সুরজের শেষকৃত্য

"আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো... ৷" ভাইয়ের হাতের আগুনের ছোঁয়ায় শেষকৃত্য সম্পন্ন হল তরুণ সাংবাদিক নিবেদিতা সুরজের ৷ রীতি মেনে বাড়িতেই পরিবার ও প্রিয়জনদের উপস্থিতিতে রবিবার শেষকৃত্য সম্পন্ন হয় ইটিভি ভারতের কেরল ডেস্কের এই সাংবাদিকের (ETV Bharat Journalist Passes Away)৷

ETV Bharat
নিবেদিতা সুরজ

By

Published : Nov 20, 2022, 3:28 PM IST

ত্রিশূর (কেরল), 20 নভেম্বর: হায়দরাবাদে গাড়ি দুর্ঘটনায় মৃত ইটিভি ভারতের কেরল ডেস্কের সাংবাদিক নিবেদিতা সুরজের (26) শেষকৃত্য সম্পন্ন হল (ETV Bharat Journalist Niveditha Sooraj Funeral)৷ রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ কেরলের ত্রিশূর জেলার ভিরুথিপারম্বিলে তাঁর বাড়িতে সকলের উপস্থিতিতে শেষকৃত্যের কাজ সম্পন্ন করেন পরিবারের সদস্যরা ৷ দিদি নিবেদিতার মুখাগ্নি করেন ভাই শিবপ্রসাদ ৷ তরুণ সাংবাদিকের এই শেষকৃত্যে উপস্থিত ছিলেন আত্মীয় স্বজন থেকে শুরু করে সহকর্মী ও বন্ধু-বান্ধবরা ৷ ইটিভি ভারতের কেরল ডেস্কের প্রধান কে প্রবীণ কুমার এবং কেরল ইউনিয়ন অফ ওয়ার্কিং জার্নালিস্টের পক্ষ থেকে রাজ্য সভাপতি এম ভি ভিনিথা এদিন তাঁর বাড়িতে শেষ শ্রদ্ধা জানান নিবেদিতাকে ৷

ইটিভি ভারতের সাংবাদিক নিবেদিতা সুরজের শেষকৃত্য

শনিবার ভোরে হায়দরাবাদের হায়াতনগরের কাছে ভাগ্যলতা এলাকায় একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান নিবেদিতা ৷ এদিন ভোর 5টা নাগাদ অফিস যাওয়ার জন্য বেরিয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি ৷ সেই সময় এলবি নগরের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি তাঁকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি ৷ দুর্ঘটনার পরই গাড়ির চালক পালিয়ে যায় ৷ গাড়িটিকে হেফাজতে নিয়ে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে হায়াতনগর থানার পুলিশ ৷

ত্রিশূর জেলার পাদিয়ুরের বাসিন্দা সুরজ ও বিন্দুর মেয়ে ছিলেন নিবেদিতা ৷ ভাইয়ের নাম শিবপ্রসাদ ৷ স্নাতক স্তরের ছাত্র তিনি ৷ 2021 সালের মে মাসে কন্টেন্ট এডিটর হিসেবে হায়দরাবাদে ইটিভি ভারতে কাজে যোগ দেন (ETV Bharat Kerala Desk) নিবেদিতা ৷ এর আগে তিনি রিপোর্টার টিভির ত্রিশূর ব্যুরোতে কাজ করেছিলেন ৷

আরও পড়ুন :26 বসন্ত পেরিয়েই থামল লেখনী ! দুর্ঘটনায় প্রয়াত ইটিভি ভারতের সাংবাদিক

ABOUT THE AUTHOR

...view details