পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Etv Bharat Horoscope for 27th January : কেউ আজ সংযত থাকবেন, আবার মনপ্রাণ ঢেলে কাজ করবেন কেউ ; জানতে হলে চোখ রাখুন রাশিফলে - ইটিভি ভারত রাশিফলে জানুন কেমন কাটবে আজকের দিন

কর্মক্ষেত্রে উন্নতি করবেন কেউ ৷ নানা সমস্যার সমাধান হবে কারও ৷ রোম্যান্টিক দিন কাটাবেন কেউ (Etv Bharat Horoscope for 27th January) ৷

horoscope
রাশিফল

By

Published : Jan 27, 2022, 12:06 AM IST

মেষ রাশি

মেষ : আজকে নক্ষত্রেরা আপনাকে খুবই সজাগ ও সতর্ক করে তুলবে এবং তার কারণ আছে । আপনি প্রতারিত হওয়া থেকে নিজেকে বাঁচাবেন । যদিও, আপনি সহজেই অন্যদের থেকে এগিয়ে থাকেন, কিন্তু এই পথ চলায় আপনার কিছু শত্রু তৈরি হবে । আজকে নতুন বাড়ি বা গাড়ি কেনার জন্য ভাল দিন নয় । প্রেম জীবন নিয়ে চিন্তার কোন কারণ নেই, কেননা সবকিছু মসৃণভাবে এগোচ্ছে । নিজেদের গল্পগুলি একে অন্যকে বলা খুবই মজাদার এবং আপনি সম্পর্ককে আবেগপ্রবণ এবং দুঃসাহসী করে তুলবেন ।

বৃষ রাশি

বৃষ : আপনার হাসির মতো, আপনার উদ্যমও আজ সবার মধ্যে ছড়িয়ে দেবেন । আপনার এই প্রবল উৎসাহে লোকজন মুগ্ধ হবে । কিছু কিছু চাপের মুহূর্ত যাবে, কিন্তু দিনের পরের দিকে পরিস্থিতি ভাল হয়ে যাবে । ব্যস্ততা খুব বেড়ে গেলে একটু বিরতি নিন । আপনি খুবই আবেগপ্রবণ এবং প্রায়শই আবেগ দ্বারা চালিত হন । তাই কথা বলার আগে দু'বার ভাবুন, বিশেষত আপনার প্রিয়তমার সঙ্গে । আবেগ ও বাস্তববাদের মধ্যে আপনাকে সঠিক ভারসাম্য নিয়ে আসতে হবে ।

মিথুন রাশি

মিথুন : সাংসারিক বিষয় নিয়ে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে আপনার ইচ্ছা করবে না, কাজেই প্রেমের জীবন একঘেয়ে মনে হতে পারে । আপনার সঙ্গীকে তুষ্ট করে এমন কাজে যোগদান করুন । আর্থিক বিষয়ের জন্য ভাল দিন আজ । যদিও আর্থিক দিক থেকে দেখলে আপনার দৈনন্দিন নিয়মমাফিক জীবনে মানসিক চাপ বেড়ে যেতে পারে । কর্মক্ষেত্রে কাজ সামলাতে ও সহকর্মীদের সঙ্গে মানিয়ে নিতে আপনাকে হাড়ভাঙা পরিশ্রম করতে হবে । যদিও আপনার রসবোধ তাদেরকে মুগ্ধ করবে ।

কর্কট রাশি

কর্কট : আজকে আপনি যে কাজেই হাত দেবেন, তাতেই মনপ্রাণ ঢেলে দেবেন । তা খুবই ভাল ব্যাপার। কিন্তু যদি আপনার সেরা প্রচেষ্টার পরেও সঙ্গে সঙ্গে তার ফল না পান, তাহলে দুঃখ পাবেন না । বিমর্ষ হয়ে পড়লে আপনারই উন্নতিতে বাধা পড়বে । আজ আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন ও ভাল স্বাস্থ্য উপভোগ করবেন ।

সিংহ রাশি

সিংহ : হঠাৎ হঠাৎ আবেগে ফেটে পড়ার জন্য আপনার আবেগপ্রবণ ও উদ্দীপনাপূর্ণ স্বভাব অনেকটাই দায়ী । আজকে আপনি আচমকা রাগে ফেটে পড়তে পারেন । এর ফলে আপনি পরিস্থিতি ও পরিবেশ নির্বিশেষে আত্মহারা হয়ে পড়তে পারেন, সে কর্মক্ষেত্র বা বাড়ি যাই হোক না কেন । সবকিছু আপনার অনুকূলে নাও হতে পারে । প্রেম জীবনকে চাপমুক্ত রাখার জন্য আপনাকে আপনার সঙ্গীর কথা শুনতে হবে । আজকে আপনাকে অনেক বিষয়ে সমঝোতা করতে হতে পারে ।

কন্যা রাশি

কন্যা : আপনি সম্ভবত যৌথ উদ্যোগ থেকে নিজেকে সরিয়ে রাখবেন । বড় প্রকল্প একা একা সামলানোর ক্ষমতা আপনার আছে । আপনি সম্ভবত কোনও বড় দল পরিচালনা করবেন ও তাদের থেকে নিজের সুবিধামতো কাজ বের করে নেবেন । সঙ্গীর সঙ্গে আপনি সাহিত্য ও দর্শন জাতীয় বিষয় নিয়ে আলোচনা করবেন । যতক্ষণ না আপনি সঠিক উত্তর পাচ্ছেন, আপনি আরও জ্ঞান আহরণ করতে থাকতে চান । আপনার এই সত্যানুসন্ধিৎসা বর্তমান সম্পর্কের ক্ষেত্রে অনেক জটিল সমস্যার সমাধান করতে পারে ।

তুলা রাশি

তুলা : আপনাকে হয়ত ‘মাসের সেরা কর্মচারী’ শিরোপা দেওয়া হয়নি, কিন্তু তাতে এই বিষয়টি ভুলে যাবেন না যে আজকের দিনে আপনিই অফিসের সবথেকে উজ্জ্বল তারকা । কর্মক্ষেত্রে বিশেষ মনোযোগ পাওয়ার জন্য প্রস্তুত হন, কেননা কর্মকর্তারা আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবেন । এছাড়াও নানা বাস্তব ও অলীক সুবিধা আপনার জন্য অপেক্ষা করে আছে । আপনাকে আপনার কথাবার্তা সম্বন্ধে সচেতন থাকতে বলা হচ্ছে, কেননা আজকে যদি সম্পর্কে কোনও ক্ষতি হয় তাহলে তা ঠিক হতে অনেক সময় লেগে যেতে পারে ।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক : আপনি হয়ত আজ অবাক হয়ে বলবেন যে, স্বপ্ন পূরণ হয়েছে । আপনার প্রাসাদোপম বাড়ি প্রস্তুত বা আপনি হয়ত আপনার বহুকাঙ্ক্ষিত গাড়ির চাবি হাতে পাবেন । প্রিয়জনদের সঙ্গে উপহার দেওয়া নেওয়া করে আপনি হয়ত এই উদযাপনকে দীর্ঘায়িত করবেন । আপনার মতো একইরকম মনোভাবের কোনও ব্যক্তির হয়ত আপনি প্রেমে পড়বেন ও তার সঙ্গে গভীর সংযোগ তৈরি হবে ।

ধনু রাশি

ধনু : নিজেকে প্রস্তুত করুন, আজ অনেক অনিশ্চয়তার সম্মুখীন হতে হবে। প্রথমটি আর্থিক। আপনাকে হয়ত অপ্রত্যাশিত কিছু খরচের জন্য অর্থ ব্যয় করতে হবে । কিন্তু এর ফলে হয়ত আপনি অর্থনৈতিকভাবে স্বাধীন হতে শিখবেন । যা যেরকম আছে থাকতে দিন, তাহলে হয়ত জীবনসঙ্গীর সঙ্গে দ্বন্দ্ব এড়াতে পারবেন । সম্পর্ক মসৃণভাবে চলার ইঙ্গিত আছে । কাজের দিকে বেশি মন দেওয়ার চেষ্টা করুন, কিন্তু নিজেকে অত্যধিক খাটাবেন না । আরাম করুন ও দিনটি পার করে ফেলুন ।

মকর রাশি

মকর : বাস্তববাদী ও সৃজনশীল, আজ আপনার প্রতিভার আপনি সঠিক ব্যবহার করতে পারবেন। আপনি পক্ষপাতহীন উপায়ে ও কাউকে দুঃখ না দিয়ে পারিবারিক সমস্যার ঝটপট সমাধান করতে পারবেন। আপনি শান্তির দূতের ভূমিকা পালন করতে চাইবেন, কেননা এতে আপনার মন সন্তুষ্ট হয় । ব্যক্তিগত জীবনে যদিও এর উলটো অভিজ্ঞতাই হবে । ব্যক্তিগত ও পেশাগত জীবনে আপনি সামঞ্জস্য রক্ষা করে চলবেন । দিন এগোনোর সঙ্গে সঙ্গে আপনি হয়ত কাজের দিক থেকে আপনার উদ্যম সরিয়ে আনবেন ।

কুম্ভ রাশি

কুম্ভ : দলগত কাজ ও সহযোগিতা আপনার থেকে সেরাটা বার করে আনে, কাজেই দলে কাজ করার সব সুযোগ নিন । কোনও পরিবেশগত কারণের জন্য মাথা ঘামানো বা প্রচারের কাজ হতে পারে বা সমুদ্রের ধারে খেলাধুলো ! কর্মক্ষেত্রে অন্যদের রাজি করানোর পেছনে আপনি অনেক শক্তি খরচ করবেন । আজকে যেহেতু গ্রহের অবস্থান আপনার অনুকূলে আছে, ‘বেশি কাজ মানে বেশি টাকা’ আপনার আজকের দিনের মন্ত্র হয়ে উঠবে । স্বাস্থ্যের দিক থেকে আজ একটি গড়পড়তা দিন ।

মীন রাশি

মীন : আপনি যে খাদ্যসংযম পালন অর্থাৎ ডায়েটিং করছেন তার ফল শেষমেশ দেখতে পাবেন, বন্ধুবান্ধবদের থেকে প্রচুর প্রশংসা পাবেন । আজ সম্ভবত আপনার উদ্যম ও উৎসাহের মাত্রা প্রবল বেশি থাকবে। একটি উজ্জ্বল ও সুন্দর দিন আপনার জন্য অপেক্ষা করছে। আপনার মেজাজ সন্ধ্যাবেলা ভাল থাকায় আপনি আপনার ভালবাসার কথা প্রকাশ করতে পারবেন, সেভাবেই, যেভাবে আপনার সঙ্গী চান । কর্মক্ষেত্রে অগ্রজেরা আপনার সৃজনশীল দক্ষতা খেয়াল করবেন । এটি আপনার অনুকূলে যাবে ।

ABOUT THE AUTHOR

...view details